Small Saving Schemes: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে টাকা জমান ? পেতে পারেন দারুণ খবর

Investment Tips: NSC, PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা রাখলে আপনার জন্য আসতে পারে দারুণ সুখবর।

Continues below advertisement

Investment Tips: NSC, PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা রাখলে আপনার জন্য আসতে পারে দারুণ সুখবর। এবার থেকে একই টাকা জমিয়ে আরও বেশি সুদ পেতে পারেন আপনি। সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্প নিয়ে জুনের শেষে আসতে পারে সুখবর। কারণ, প্রতি ত্রৈমাসিক শুরুর আগে সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে অর্থমন্ত্রক। 

Continues below advertisement

Small Saving Schemes: সঞ্চয় প্রকল্পে বাড়তে পারে সুদের হার 
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়ানোর পরেই সুদের হার বাড়িয়েছে একাধিক ব্যাঙ্ক। স্থায়ী আমানতের সুদের হার বাড়ানোর পাশাপাশি বেশকিছু সুবিধা দিতে শুরু করেছে এই ব্যাঙ্কগুলি। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তথা বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে সমতা বজায় রাখতে ১ জুলাই থেকে এই সরকারি সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়াতে পারে অর্থমন্ত্রক। 

RBI Meeting: জুনের শেষেই সিদ্ধান্ত
আগে 4 মে, RBI রেপো রেট 40 বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.40 শতাংশ করেছে। মনে করা হচ্ছে, জুনের শেষে নতুন করে দেশের আর্থিক নীতি পর্যালোচনা করবে রিজার্ভ ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে নতুন করে রেপো রেট বাড়ানো হতে পারে। সেই সময় অর্থ মন্ত্রক চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য সঞ্চয় প্রকল্পগুলিরও সুদের হার পর্যালোচনা করবে। অর্থনীতিবিদদের মতে, রেপো রেট বৃদ্ধির ফলে নতুন করে এই সঞ্চয় প্রকল্পগুলিতেও সুদের হার বাড়াতে পারে সরকার। 

Small Saving Schemes: স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার

বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে PPF-এ সুদের হার বছরে ৭.১ শতাংশ, NSC-তে বছরে 6.8 শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ দেওয়া হচ্ছে 7.6 শতাংশ। পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ রয়েছে 7.4 শতাংশ, কিষাণ বিকাশপত্রে 6.9 শতাংশ সুদ পাচ্ছেন বিনিয়োগকারীরা৷ অন্যদিকে, এক বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে 5.5 শতাংশ সুদের হার পাওয়া যায়। এক থেকে পাঁচ বছরের স্থায়ী আমানতে 5.5-6.7 শতাংশ হারে সুদ দিচ্ছে সরকার। যেখানে পাঁচ বছরের ডিপোজিট স্কিমে 5.8 শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : Pension Rules: পেনশনের নিয়মে বড় পরিবর্তন, মোদি সরকারের নতুন ঘোষণা

Continues below advertisement
Sponsored Links by Taboola