Mobile Number Link: আপনার কোন মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে ? এই বিষয়টি যাচাই করে দেখা খুবই জরুরি। যদি কোনও ক্ষেত্রে (Aadhaar Mobile Link) দেখা যায় ভুল মোবাইল নম্বর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তাহলে বিপুল ক্ষতি হতে পারে আপনার।

Continues below advertisement

কোন নম্বরটি লিঙ্ক করা আধার কার্ডে

এখন দেশের নাগরিক (Aadhaar Mobile Link) হিসেবে পরিচয় দিতে গেলে আধার কার্ড একটি বাধ্যতামূলক নথি হিসেবে গণ্য করা হবে। নতুন সিম কার্ড নেওয়া, ট্রেন বা বিমানের টিকিট বুক করা, এমনকী কোনও ব্যক্তিগত কাজেও এই আধার কার্ড খুব প্রয়োজনীয়। যদি আপনার সিমকার্ড ভুলভাবে অন্য আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে আপনার জেল পর্যন্ত হতে পারে। ফলে আধার কার্ডে ভুল নম্বর লিঙ্ক করা আছে কিনা তা যাচাই করে নেওয়া জরুরি।

Continues below advertisement

এই কাজ করতে হবে আপনাকে

প্রথমেই আপনাকে যেতে হবে UIDAI-এর ওয়েবসাইটে। এর বাঁদিকে দেখা যাবে Aadhaar অপশনটি।

আধার সার্ভিসের মধ্যে আপনি দেখতে পাবেন, ভেরিফাই ইমেল বা ভেরিফাই মোবাইল নম্বর অপশন।

যদি আপনি মোবাইল ফোন থেকে দেখেন, তাহলে একটা তিনটি দাগ দেখতে পাবেন পেজের উপরে বাঁদিকে।

সেখান থেকে My Aadhaar অপশনে যেতে হবে আপনাকে। এরপর একইভাবে আধার সার্ভিসে ঢুকে মোবাইল বা ইমেল ভেরিফিকেশনের অপশনে আসতে হবে।

এরপর নিজের আধার নম্বর বসিয়ে ক্যাপচা কোড লিখে সাবমিট করতে হবে।

এভাবেই জানা যাবে

যদি আপনার মোবাইল নম্বর (Aadhaar Mobile Link) আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি স্ক্রিনেই একটি নোটিফিকেশন দেখতে পাবেন যে রেকর্ড ম্যাচ করেছে। আর যদি অন্য কোনও মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেখা যাবে যে রেকর্ড ম্যাচ করেনি। চাইলে এখান থেকেই নতুন ও সঠিক নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে দেওয়া যায়।

আরও পড়ুন: Success Story: ৯০০০ কোটির কোম্পানি তাঁর, নিজের সম্পদ ২৮ হাজার কোটি- তবু সাইকেলেই ঘোরেন এই ব্যবসায়ী !