Sridhar Vembu Net Worth: ভারতের ব্যবসায়িক জগতে শ্রীধর ভেম্বু একজন অতি পরিচিত নাম। জোহো কর্পোরেশন নামে একটি জনপ্রিয় সংস্থা (Success Story) তৈরি করেছেন শ্রীধর, এখন এই সংস্থার মোট মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার কোটি টাকা। শ্রীধর ভেম্বুর (Sridhar Vembu) ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৮ হাজার কোটি টাকা। তা সত্ত্বেও অত্যন্ত সাধারণ সহজ সরল জীবন যাপন করেন তিনি। কিন্তু কেন ?


জোহো কর্পোরেশনের নেট মুনাফা ২৮০০ কোটি টাকা


শ্রীধর ভেম্বুর নেতৃত্বে জোহো কর্পোরেশন এখন ২৮০০ কোটি টাকার নেট মুনাফা অর্জন করেছে। আর সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় সফটওয়্যার সংস্থা হিসেবে পরিচিত হয়ে উঠেছে এই জোহো কর্পোরেশন। কিন্তু তারপরেও জোহো কর্পোরেশনের সিইও শ্রীধর ভেম্বু (Sridhar Vembu) অত্যন্ত সাধারণ সহজ সরল জীবনযাপন করেন। থাঞ্জাভুর গ্রামেই থাকেন তিনি। এমনকী এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখনও সাইকেল ব্যবহার করেন শ্রীধর ভেম্বু। আর সম্প্রতি সমাজমাধ্যমে (Success Story) নিজের কেনা একটি নতুন যানের ছবি পোস্ট করতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। কিছুদিন আগে একটি বৈদ্যুতিন তিন চাকার গাড়ি কিনেছেন শ্রীধর ভেম্বু। ফোর্বসের তালিকায় ভারতের ধনী ব্যক্তিদের মধ্যে ৫৫ নম্বরেই আছে তাঁর নাম।


তামিলনাড়ুতে জন্ম হয়েছে শ্রীধর ভেম্বুর


তামিলনাড়ুর থাঞ্জাভুর গ্রামে জন্ম হয়েছে শ্রীধর ভেম্বুর (Sridhar Vembu)। আইআইটি জয়েন্ট এন্ট্রান্সে তিনি ২৭ র‍্যাঙ্ক অর্জন করেছিলেন, তারপর মাদ্রাজ আইআইটি থেকে পড়াশোনা করে তিনি ভর্তি হন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৪ সালে কোয়ালকম সংস্থায় কাজ করতে শুরু করেন তিনি। আর নিজের একটা ব্যবসা গড়ে তোলার জন্য আকর্ষণীয় বেতনের সেই চাকরিটিও (Success Story) ছেড়ে দেন তিনি।


কখনও সংস্থা বিক্রি করেননি শ্রীধর


২০০১ সালে বাজারে ব্যাপক মন্দা দেখা দেওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছিল শ্রীধর ভেম্বুর এই সংস্থা। প্রচুর প্রস্তাব এসেছিল এই সংস্থা বিক্রি করার ব্যাপারে। কিন্তু কিছুতেই তিনি এই সংস্থা বিক্রি করেননি। এই সময় জোহো ডোমেইন কিনে ফেলেন তিনি। ২০০৯ সালে AdventNet নামে সংস্থা জুড়ে যায় Zoho-র সঙ্গে। ২০২১ সালে জোহোর নেট সম্পদের মূল্য দাঁড়ায় ১ বিলিয়ন ডলারে। করোনা কালে এই সংস্থা বিপুল মুনাফা করেছিল এবং সেই মুনাফার অঙ্ক পৌঁছায় ১৯১৮ কোটিতে।


আরও পড়ুন: New Financial Rules: গ্যাসের দাম থেকে ড্রাইভিং লাইসেন্স, ১ জুন থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি


Education Loan Information:

Calculate Education Loan EMI