Bank News: আজ ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই দেখে নিন তালিকা। মঙ্গলবার আজ হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) কারণে বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির তালিকায় কী রয়েছে হনুমান জয়ন্তীর নাম। না শাখায় গিয়েও কাজ হবে না আপনার।  


হনুমান জয়ন্তী উপলক্ষে আজ ব্যাঙ্ক বন্ধ
আজ মঙ্গলবার, 23 এপ্রিল 2024, হনুমান জয়ন্তীর উত্সব সারা দেশে মহা আড়ম্বর পালিত হচ্ছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর দিন ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে নাকি খোলা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, 23 এপ্রিল হনুমান জয়ন্তীর দিন ব্যাঙ্কগুলিতে কোনও ছুটি থাকবে না। এই পরিস্থিতিতে সব শহরে ব্যাঙ্কগুলি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবে।


ব্যাঙ্কগুলি আজ স্বাভাবিকভাবে কাজ করবে
মঙ্গলবার ব্যাঙ্কগুলিতে ছুটি নেই। সরকারি থেকে বেসরকারি ব্যাঙ্কগুলি স্বাভাবিকভাবে চলবে। এই পরিস্থিতিতে যদি আপনাকে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও কাজ শেষ করতে হয়, তবে আপনি আজই তা সহজেই সম্পন্ন করতে পারেন।


দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি ব্যাঙ্কে
দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। এপ্রিলে ব্যাংকগুলিতে পরবর্তী ছুটি ২৭ ও ২৮ এপ্রিল। চতুর্থ শনিবারের কারণে ২৭ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ এপ্রিল রবিবারের কারণে ব্যাঙ্কে কোনও কাজ থাকবে না। এ ছাড়া এপ্রিলের বাকি সব দিন কাজ স্বাভাবিক থাকবে। গ্রাহকদের সুবিধার জন্য রিজার্ভ ব্যাঙ্ক প্রতি মাসের শুরুর আগে রাজ্যগুলি অনুসারে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। এ কারণে গ্রাহকদের কোনও ধরনের সমস্যায় পড়তে হবে না।


Bank Holidays List in 2023:  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।


আরও পড়ুন FSSAI: খাবারে কীটনাশক ? মশলা ও শিশুর খাবার নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার