Bank Holidays In July 2022: জুলাই মাস আসার আগেই দেখে নিন পুরো তালিকা। আগামী মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই শাখায় গিয়েও খালি হাতে ফিরতে হতে পারে।


Bank Holidays In July 2022: ডিজিটাল ইন্ডিয়ায় এখন ব্যাঙ্কে গিয়ে লেনদেনের চল কমেছে। যদিও এখনও পুরোনো পথে হেঁটে চলেছেন বহু গ্রাহক। তাদের জন্য আগেই জুলাই মাসে ব্যাঙ্ক বন্ধের তালিকা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।বিভিন্ন রাজ্যে পালিত উৎসব অনুযায়ী এই ছুটির তালিকা প্রকাশ করা হয়।দেখে নিন, আপনার শহরে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 


জুলাই মাসে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক ছুটির তালিকা


জুলাই কং (রথযাত্রা) / রথযাত্রা - ভুবনেশ্বর -ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ


জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)


জুলাই: মঙ্গলবার - গুরু হরগোবিন্দ সিং -এর প্রকাশ দিবস - জম্মু ও কাশ্মীর
 
জুলাই খারচি পুজো - আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ


জুলাই: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার), ইদ-দুল আজহা (বকরি ইদ)


১০ জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)


১১ জুলাই: ইদ দুল আজহা-জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ
১৩ July জুলাই: ভানু জয়ন্তী- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ  
১৪ জুলাই: বেন ডিয়েনখলাম - শিলংয়ে ব্যাংকগুলি বন্ধ


১৬ জুলাই: হেরেলা-দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ


১৭ জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)
 
২৩ জুলাই: শনিবার (মাসের চতুর্থ শনিবার)


২৪ জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)


৩১ জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)


Bank Holidays July 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx  - এ যেতে পারেন।


Bank Holidays List in 2022 :  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


আরও পড়ুন : Bank Strike: আলোচনায় রফাসূত্রের আশা, ২৭ জুনের ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার