Bank Strike: ঘোষণা করেও সিদ্ধান্ত থেকে সরে এল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। আপাতত ২৭ জুনের ব্যাঙ্ক ধর্মঘটের পথে হাঁটছে না একাধিক সংগঠন। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA) আলোচনায় আশ্বাস দিতেই এই সিদ্ধান্ত। 


Bank Strike: কাদের ডাকে ব্যাঙ্ক ধর্মঘট ?
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)-এর ডাকে ২৭ জুন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনগুলি। আসলে নয়টি ব্যাঙ্ক ইউনিয়নের একটি নেতৃত্ব দেয় ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। যার মধ্যে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC), অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) ও ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্স (NOBW)-এর মতো সংগঠনগুলি রয়েছে।


Bank Strike: কী কারণে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ?


বর্তমান সময়ে সপ্তাহে পাঁচ দিন কাজ ও পেনশনের বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডেকেছিল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। অন্যান্য দাবির মধ্যে ছিল, সকল পেনশনভোগীদের জন্য পেনশন আপডেট। এ ছাড়াও সকল ব্যাঙ্ক কর্মচারীদের পুরোনো পেনশন স্কিম লাগু করার দাবি জানিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।


Bank Strike: কবে হবে এই নিয়ে বৈঠক ?


অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ( AIBEA)-এর সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন আগামী ১ জুলাই ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি নিয়ে আলোচনা হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে। চিফ লেবার কমিশনারের সঙ্গে আলোচনা পরই এই মন্তব্য করেছেন  AIBEA-এর সাধারণ সম্পাদক। আপাতত আগামী মাসের শুরুর দিকে তাকিয়ে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। সেখানে কোনও রফাসূত্র না বেরোলে নতুন পথে হাঁটতে পারে তারা।


আরও পড়ুন : Pan Card Update: প্যান কার্ডের এই কাজ না করলে ১০,০০০ টাকা জরিমানা ! বন্ধ হবে অ্যাকাউন্ট