Risk of a Loan Guarantor: পরিচিতের লোনের গ্যারান্টার হতে গিয়েও পড়তে পারেন বিপাকে। তাই আগেভাগে জেনে নিন লোনের গ্যারান্টার হলে কী কী দায়িত্ব বর্তাবে আপনার ওপর।


Loan Guarantor: কেন প্রয়োজন হয় গ্যারান্টার ?
সাধারণ আয়ে অনেক সময় থমকে যায় ক্রয় ক্ষমতা। সেই ক্ষেত্রে জীবনের কোনও না কোনও সময় চাহিদা পূরণের জন্য সাহায্য নিতে হয় ঋণের। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলি বিভিন্ন ধরণের ঋণ অফার করে। এর মাধ্যমে গৃহঋণ থেকে শুরু করে ব্যবসায়িক ঋণ, শিক্ষা ঋণ, গাড়ির ঋণ পেতে পারেন আপনি। তবে সেই ক্ষেত্রে পূরণ করতে হয় ব্যাঙ্কের নিয়মাবলী। কিছু গ্রাহকের ক্ষেত্রে ঋণ পাশ করতে অস্বীকার করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই সময় লোন গ্যারান্টার দেখেই ঋণ দিতে রাজি হয় ব্যাঙ্ক। এরকম পরিস্থিতিতে, বেশিরভাগ ঋণগ্রহীতারা এমন লোকদের 
সন্ধান করেন যাদের আয়ের সঙ্গে ক্রেডিট স্কোরও ভাল থাকে।


Risk of a Loan Guarantor: লোন গ্যারান্টার হলে কী দায়িত্ব ?
ব্যাঙ্কের এই ধরনের লোনের ক্ষেত্রে বেশিরভাগ লোকই তাদের ঘনিষ্ঠ ব্যক্তি যেমন পরিবারের সদস্য বা বন্ধুদের ঋণের গ্যারান্টার করেন। তবে এই ধরনের লোনের গ্যারান্টার হওয়ার আগে কিছু জিনিসের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় পরে সমস্যায় পড়তে পারেন আপনি।  জেনে নিন, ঋণের গ্যারান্টার হলে আপনার উপর কী কী দায়িত্ব বর্তায় ? ঋণ পরিশোধ না করলে আপনার উপর কী প্রভাব পড়তে পারে ..


Loan Guarantor: কেন লোন গ্যারান্টর প্রয়োজন হয় ?


অনেক সময় আপনি যখন লোন নেন, তখন কম CIBIL স্কোরের কারণে আপনি ঋণ নাও পেতে পারেন। কখনও কখনও আবেদনকারীর ঋণের পরিমাণ তার বেতনের চেয়ে কম হয়। এই অবস্থায় ব্যাঙ্ক ঋণ দিতে অস্বীকার করে। এমন পরিস্থিতিতে, আপনি যদি এমন কাউকে ঋণের গ্যারান্টার হিসাবে দেখানে যার উচ্চ আয়ের পাশাপাশি সিবিল স্কোরও ভালো, তাহলে আপনি সহজেই ঋণ পাবেন।


Risk of a Loan Guarantor: কী ঝুঁকি থাকে লোন গ্যারান্টারের ? 
মনে রাখবেন লোন গ্যারান্টারের ঋণ পরিশোধের দায়িত্ব ঋণগ্রহীতার সমান। আপনি যদি কারও লোনের গ্যারান্টার হন তবে সেই ঋণের দায়িত্ব আপনাকেও নিতে হবে। ওই ব্যক্তি সময়মতো ঋণ পরিশোধ না করলে আপনার CIBIL স্কোরেও খারাপ হবে। এর সঙ্গে আবেদনকারী যদি ঋণ পরিশোধ না করে, তাহলে এমন পরিস্থিতিতে ঋণের গ্যারান্টারকে ব্যাঙ্ক ঋণ পরিশোধ করতে বলতে পারে। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক আইনি পথে হাঁটে পারে। এমনকী লোন গ্রহীতাকে টাকা ফেরত দিতে বাধ্য করতে পারে।


Loan Guarantor: ঋণ পরিশোধ না করলে সমস্যা


আপনি যদি কারও লোনের গ্যারান্টার হন, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি সময়মতো ঋণ পরিশোধ না করলে ঋণের গ্যারান্টারের ক্রেডিট স্কোরের উপর খারাপ প্রভাব পড়ে। এখানেই শেষ নয়, পরবর্তীকালে লোনের গ্যারান্টার কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে গেলেও সমস্যায় পড়তে পারেন।


আরও পড়ুন : Post Office Schemes: মেয়াদপূর্তির আগেও তোলা যাবে টাকা, পোস্ট অফিসে বিভিন্ন স্কিমের 'লক ইন পিরিয়ড' জানেন ?