Post Office Schemes: মেয়াদপূর্তির আগেও তোলা যাবে টাকা, পোস্ট অফিসে বিভিন্ন স্কিমের 'লক ইন পিরিয়ড' জানেন ?

India Post: অনেক সময় পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করলেও মেয়াদপূর্তির আগেই সেই টাকা তুলতে হয়। সেই ক্ষেত্রে বেশিরভাগ পোস্ট অফিসের স্কিমে মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুবিধা রয়েছে।

Continues below advertisement


India Post: সরকারি আর্থিক সুরক্ষার পাশাপাশি নিশ্চিত লাভের সুবিধা দেয় পোস্ট অফিসের বিভিন্ন স্কিম। সেই কারণে দেশের বিপুল সংখ্যক মানুষ এখনও পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আস্থা রাখেন। পরিসংখ্যান বলছে, সারা দেশে পোস্ট অফিসের কোটি কোটি গ্রাহক রয়েছে। 

Continues below advertisement

Post Office Schemes: মেয়াদপূর্তির আগেই তোলা যায় টাকা 
অনেক সময় পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করলেও মেয়াদপূর্তির আগেই সেই টাকা তুলতে হয়। সেই ক্ষেত্রে বেশিরভাগ পোস্ট অফিসের স্কিমে মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুবিধা রয়েছে। পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, অনেক ছোট সঞ্চয় প্রকল্পে, পোস্ট অফিস ম্যাচিউরিটি পিরিয়ডের আগেই টাকা তোলার সুবিধা দিয়ে থাকে। জেনে নিন, কোন প্রকল্পে কতদিনের 'লক ইন পিরিয়ড' ?

1. জাতীয় সঞ্চয় প্রকল্প (National Saving Scheme)

পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট হোল্ডার মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না। তবে যদি কোনও অ্যাকাউন্ট হোল্ডার মেয়াদপূর্তির আগে মারা যান, সেই পরিস্থিতিতে অ্যাকাউন্টে জমা টাকা নমিনিকে দেওয়ার পরেঅ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

2. কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra)
কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করলে, 124 মাস পর বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ হয়ে যায়। এই স্কিমে বিনিয়োগ করার পরে আপনি 2 বছর 6 মাস পরে আপনার প্রয়োজন অনুসারে টাকা তুলতে পারবেন। এই স্কিমের লক-ইন পিরিয়ড 30 মাস।

3. MIS অ্যাকাউন্ট (Monthly Investment Scheme)

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে গ্রাহকদের মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুবিধা দেওয়া হয়। এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল 5 বছর। তবে আপনি চাইলে এক বছর পরে এই টাকা তুলে নিতে পারেন। 2 বছর থেকে 3 বছরের মধ্যে টাকা তুললে 2 শতাংশ জরিমানা দিতে হবে। অন্যদিকে, 3 থেকে 5 বছরের মধ্যে টাকা তোলার জন্য আপনাকে মোট অর্থের উপর 1 শতাংশ জরিমানা দিতে হয়।

4. রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (Recurring Deposit Account)
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিনিয়োগকারীরা 3 বছর পরে টাকা তোলার সুবিধা পান৷ সেই ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে এই টাকা তুললে আপনি কেবল সেভিংস অ্যাকাউন্ট অনুযায়ী সুদের সুবিধা পাবেন।

5. পোস্ট অফিস পিপিএফ অ্যাকাউন্ট (Public Provident Fund) 
পিপিএফ অ্যাকাউন্টের লক-ইন পিরিয়ড 5 বছর। এই সময়ের মধ্যে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। এর পর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। তবে মেয়াদপূর্তির আগে পিপিএফ অ্যাকাউন্ট থেকে তোলার কিছু নিয়ম রয়েছে। জরুরি অবস্থা যেমন গুরুতর অসুস্থতার ক্ষেত্রে, সন্তানের শিক্ষা ও বিয়ের খরচের ক্ষেত্রে PPF থেকে টাকা তুলতে পারবেন।

আরও পড়ুন : Blue light Cutter: ল্যাপটপ, স্মার্টফোন, টিভিতে খারাপ হচ্ছে চোখ ! কীভাবে নিরাপদ রাখবেন নিজেকে ?

Continues below advertisement
Sponsored Links by Taboola