March Bank Holidays: ফেব্রুয়ারি শেষ হতে আর হাতে কয়েকটা দিন। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে, মার্চে অনেকদিন ছুটি থাকবে ব্যাঙ্কে। তাই আগামী মাসে জরুরি কাজ থাকলে জেনে নিন পুরো ছুটির তালিকা। 


ফেব্রুয়ারি মাস প্রায় শেষ। মার্চ ২০২৩ শুরু হওয়ার পথে। আপনি যদি মার্চ মাসে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও কাজ করার পরিকল্পনা করে থাকেন, তবে অবশ্যই জেনে নিন ব্যাঙ্কে ছুটির তালিকা। মার্চ মাসে হোলি, চৈত্র নবরাত্রির মতো বড় উত্সবগুলি আসছে৷ যে কারণে ব্যাঙ্কগুলিতে বেশি ছুটি থাকবে। 


Bank Holidays in March: ২০২৩ সালের মার্চ মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা 
03 মার্চ, 2023- চাপচার কুট উপলক্ষে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
05 মার্চ, 2023- রবিবার ছুটি
07 মার্চ, 2023 - বেলাপুর, গুয়াহাটি, কানপুর, লখনউ, হায়দ্রাবাদ, জয়পুর, মুম্বাই, নাগপুর, রাঁচি এবং পানাজিতে হোলি/হোলিকা দহন/ধুলেন্দি/দোল যাত্রা/ইয়াওসঙ্গ উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
08 মার্চ, 2023 - আগরতলা, আহমেদাবাদ, গ্যাংটক, ইম্ফল, পাটনা, রায়পুর, আইজল, ভোপাল, লখনউ, দিল্লি, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, রাঁচি, শিলং, শ্রীনগর, সিমলায় ধুলেতি/দোল যাত্রা/হোলি উপলক্ষে ব্যাঙ্কগুলি
09,মার্চ  2023 - শুধুমাত্র পাটনায় হোলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
11 মার্চ, 2023 - দ্বিতীয় শনিবার ছুটি
12 মার্চ, 2023 - রবিবার ছুটি
মার্চ 19, 2023 - রবিবার ছুটি
22 মার্চ, 2023 - গুড়ি পাদওয়া/উগাদি/বিহার দিবস/প্রথম নবরাত্রি/তেলেগু নববর্ষ উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মুম্বাই নাগপুর, পানাজি, পাটনা, জম্মু এবং মুম্বাইতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
25 মার্চ, 2023 - চতুর্থ শনিবার
26 মার্চ, 2023 - রবিবার ছুটি
30 মার্চ, 2023 - রাম নবমী উপলক্ষে লখনউ, ভোপাল, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, মুম্বাই, পাটনা, আহমেদাবাদ, বেলাপুর, পাটনা, নাগপুর এবং রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।


Bank Holidays  2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও 
তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx    - এ যেতে পারেন।


Bank Holidays List in 2023:  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।


আরও পড়ুন : ChatGPT News: কর্মীর পরিবর্তে চ্যাটজিপিটি রাখছে বহু কোম্পানি, চাকরি হারাবেন কতজন ?