Adani Hindenburg Row: আদানি গোষ্ঠীর শেয়ারের পতনের প্রভাব পড়ল LIC-র স্টকে। সোমবার ৩ শতাংশ কমেছে কোম্পানির শেয়ার। পরিস্থিতি এতটাই খারাপ,যে ইনিশিয়াল পাবলিক অফারিং বা IPO মূল্যের ৪০ শতাংশ নিচে চলে এসেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের শেয়ার প্রাইস। 


LIC Share Price: সোমবার রেকর্ড পতনের সাক্ষী হয়েছে দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC-র শেয়ার। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর থেকে এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে এই স্টক। সোমবার ২৭ ফেব্রুয়ারি এই স্টক প্রায় ৩ শতাংশ কমে ৫৬৬ টাকায় নেমে গিয়েছছিল। পরে বাজার বন্ধের সময় এই স্টকটি ৫৬৭.৭৫ টাকায় ২.৮৮ শতাংশ বা ১৬.৮৫ টাকা পতনের সঙ্গে বন্ধ হয়েছে। পরিসংখ্যান বলছে, এটি এলআইসির সর্বনিম্ন ক্লোজিং প্রাইস লেভেল।


Share Market Update: ৪০ শতাংশ লোকসান হয়েছে বিনিয়োগকারীদের
আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে এলআইসির শেয়ারে দুর্বলতা দেখা দিয়েছে। এলআইসি শেয়ার এখন  আইপিও মূল্যের ৪০ শতাংশ নিচে নেমে গেছে। যে বিনিয়োগকারীরা এলআইসি-র আইপিওতে বিনিয়োগ করেছিলেন, তারা এখন বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এলআইসি আইপিওতে শেয়ার প্রতি ৯৪৯ টাকা মূল্যে টাকা তুলেছিল। যার ফলে এখন বিনিয়োগকারীরা লোকসানের মুখ দেখছেন।


LIC Share Price: কেন কমছে এলআইসির শেয়ার ?
গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেই সময় এলআইসির শেয়ারের দাম ছিল ৭০২ টাকা৷ কিন্তু সেই স্তর থেকে স্টকটি এখন ১৯.৩০ শতাংশে নেমে এসেছে৷ রিপোর্টের জেরে আদানি গ্রুপের শেয়ারের দাম কমছে। আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের মূল্য ছিল ৮২০০০ কোটি টাকা। LIC-র বিনিয়োগের মূল্য প্রায় ৫০,০০০ কোটি টাকা কমেছে। এলআইসি আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানি থেকে ৩০,১২৭ কোটি টাকার স্টক কিনেছে। অর্থাৎ, আদানি গ্রুপের শেয়ারে বিনিয়োগে এলআইসি যে মুনাফা পাচ্ছিল তা এখন ক্ষতির মুখে।


LIC On Adani Share: আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে এলআইসির অংশীদারিত্ব
বিএসই-এর তথ্য বলছে, আদানি এন্টারপ্রাইজে এলআইসির ৪.২৩ শতাংশ, আদানি ট্রান্সমিশনে ৩.৬৫ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ৫.৯৬ শতাংশ ও আদানি গ্রিন এনার্জিতে ১.২৮ শতাংশ শেয়ার রয়েছে। আদানি গোষ্ঠীর সিমেন্ট কোম্পানিগুলিতেও এলআইসির বিনিয়োগ রয়েছে। এখানে অম্বুজা সিমেন্টে এসআইসির ৬.৩৩ শতাংশ শেয়ার রয়েছে। আদানি পোর্টে এলআইসির ৯.১৪ শতাংশ শেয়ার রয়েছে। এই ডেটা ৩১ ডিসেম্বর ২০২০-র থেকে নেওয়া। 


আরও পড়ুন : Gautam Adani: বিশ্বের ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে আদানি, ১২ লক্ষ কোটির ক্ষতি