Mobile Recharge Plan : বেসরকারি টেলিকম কোম্পানির (Telecom Company) ভিড়ে এবার টক্কর দিচ্ছে BSNL। সরকারি এই টেলকো এনেছে ৭২ দিনের দারুণ সবথেকে সস্তার প্ল্যান (Cheapest Recharge Plan)। যেখানে দিনে ২ জিবি ডেটা ছাড়াও আপনি পাবেন দারুণ সুবিধা। জেনে নিন, ঠিক কী কী সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited)।
সাড়া ফেলে দিয়েছিল ১ টাকার ফ্রিডম প্ল্যান টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, আরও সংখ্যক গ্রাহক বৃদ্ধির কথা ভাবছে BSNL । তবে অগাস্টে কিছুটা কমেছে সরকারি এই টেলিকম কোম্পানির গ্রাহক সংখ্যা। অগাস্টে নতুন ব্যবহারকারীদের জন্য ১ টাকার ফ্রিডম প্ল্যানও চালু করেছিল সংস্থা। যেখানে কোম্পানি ৩০ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও বিনামূল্যে এসএমএসের মতো সুবিধা দিয়েছে।
বিএসএনএলের এই ফ্রিডম অফারটি নতুন ব্যবহারকারীদের জন্য ছিল। বিএসএনএলের এই ১ টাকার অফারটি ৩১ অগাস্ট শেষ হওয়ার কথা ছিল, যা এখন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। একই সঙ্গে কোম্পানি পুরনো ব্যবহারকারীদের জন্য এই সস্তা প্ল্যানটি চালু করেছে।
এবার এনেছে ৭২ দিনের এই স্স্তা প্ল্যানসম্প্রতি এক্স হ্যান্ডেলে কোম্পানি নতুন রিচার্জ প্ল্য়ানের বিষয়ে জানিয়ছে। ৪৮৫ টাকার এই প্ল্যানে ৭২ দিনের সুবিধা পাবেন গ্রাহকরা। রয়েছে আনলিমিটেড কলিং ও ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। এ ছাড়াও রয়েছে দিনে ২ জিবি ডেটার পাশাপাশি ১০০টি বিনামূল্যে এসএমএসের সুবিধা।
আরও কী সুবিধা পাবেন আপনিবর্তমানে BSNL সকল মোবাইল ব্যবহারকারীদের বিআইটিভির সুবিধা দিচ্ছে। যেখানে ব্যবহারকারীরা ৩৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল ও ওটিটি অ্যাপের সুবিধা পাবেন। শুধু তাই নয়, কোম্পানি সম্প্রতি বিআইটিভির একটি প্রিমিয়াম প্ল্যানও চালু করেছে। ১৫১ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা ৪৫০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, ২৩টিরও বেশি ওটিটি অ্যাপের সুবিধা পাবেন।
এবার আসছে ৫জি পরিষেবা জল্পনা চলছিল অনেকদিন আগে থেকেই। এবার বিএসএনএল শীঘ্রই তার ৫জি পরিষেবা চালু করতে পারে। এই প্রকল্প বাস্তবায়নে সরকারি সংস্থা দ্রুত নতুন টাওয়ার স্থাপন করছে। ইতিমধ্যেই ভারত জুড়ে প্রতিটি টেলিকম সার্কেলে ৪জি পরিষেবা চালু করেছে কোম্পানি। সংস্থার মূল লক্ষ্য এখন নেটওয়ার্ক সম্প্রসারণ। সম্প্রতি, সংস্থা ১ লক্ষ নতুন ৪জি/৫জি টাওয়ার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছিল। এখন সংস্থা এই কাজের সঙ্গে আরও ১ লক্ষ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করবে বলে শোনা যাচ্ছে।