PPBL Rules: পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অনেকেই ব্যবহার করতেন। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধে করে দিয়েছিল এই পেটিএম ব্যাঙ্ক (Paytm Payments Bank)। এখানেই অনেকে সেভিংস অ্যাকাউন্ট খুলতেন, অনেকে এখান থেকে ঋণও নিতেন। কিন্তু এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কড়া নির্দেশিকায় আগামী ১৫ মার্চের পর থেকেই বন্ধ হয়ে যাবে এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বেশ কিছু সুবিধে বা ফিচার্স আর তাঁর মধ্যে রয়েছে টাকার লেনদেন ও ঋণদান। অর্থাৎ ১৫ মার্চের পর থেকে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা পেটিএম ওয়ালেট টাকা ঢুকবে না। ফলে সমস্যায় পড়বেন অজস্র ইউজার। অনেকের বাড়ির ইলেকট্রিক বিলও কেটে নেয় এই পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই, অটো ম্যান্ডেটের মাধ্যমে এই কাজ হয়ে থাকে। কিন্তু ১৫ মার্চের পর কি তাহলে ইলেকট্রিক বিল পে করতে পারবেন না ইউজাররা ?
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) বিরুদ্ধে অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আর তা নিয়ে বেশ কিছু মানুষের সমস্যা শুরু হয়, সংশয় জন্মায়। সেই সংশয় দূর করতে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকেই একটি FAQ-র দীর্ঘ তালিকা প্রকাশ করে তাতে আসন্ন ও সম্ভাব্য সব ধরনের প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়া হয়েছে। তাতেই উল্লেখ করা হয়েছে যে সমস্ত ইউজারের অটো ম্যান্ডেটের মাধ্যমে মাসিক বিদ্যুতের বিল কেটে নেয়, তাঁরা ১৫ মার্চের পর কি এই সুবিধা পাবেন ? কী করতে হবে তাঁদের ?
RBI এক্ষেত্রে স্পষ্টই জানিয়েছে FAQ-তে, আগামী ১৫ মার্চের পর আর কোনওভাবেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টাকা জমা হবে না। তবে যদি টাকা আগে থেকে এই অ্যাকাউন্টে বা ওয়ালেটে থেকে থাকে, সেক্ষেত্রে সেই টাকা খরচ করা যাবে। কিন্তু ১৫ মার্চের পর সেই টাকা খরচ হয়ে গেলে আবার লেনদেনের সুবিধে পেতে পেটিএমের সঙ্গে RBI স্বীকৃত ব্যাঙ্কের অ্যাকাউন্ট (Paytm Payments Bank) লিঙ্ক করতে হবে। নচেৎ কোনওভাবেই আর লেনদেন করতে পারবেন না ইউজাররা। যতক্ষণ আপনার পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যালান্স থাকবে, ততক্ষণ কোনও সমস্যায় পড়বেন না আপনি। তবে RBI জানিয়েছে যে অংশীদারি ব্যাঙ্কগুলির সুদের টাকা, কোনও ক্যাশব্যাকের টাকা ইত্যাদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে, তাতে কোনও অসুবিধে হবে না। কিন্তু এছাড়া অন্য কোনও রকম লেনদেন হবে না, করা যাবে না ১৫ মার্চের পরে।
আরও পড়ুন: Gold Rate Today: সপ্তাহান্তেই ধাক্কা সোনার দামে, রাজ্যে আজ কত হল সোনা-রুপো ?