Deadline in March: ১ ফেব্রুয়ারি থেকেই পরপর বেশ কিছু বদল এসেছে আর্থিক ব্যবস্থায়। FASTag অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট থেকে শুরু করে সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের আপডেট এই মার্চ মাসের মধ্যেই এমন কিছু কিছু কাজ সেরে ফেলতে হবে, যেগুলি ফেলে রাখলে আপনিই সমস্যায় পড়বেন। বিনামূল্যে আধার আপডেট, এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম বদলও রয়েছে এই ডেডলাইনের তালিকায়। সারা দেশজুড়ে সমস্ত দেশবাসীকেই এই বদল করতে হবে মার্চের মধ্যেই।


পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টাকা জমা বন্ধ হয়ে যাবে


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা জারির পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এবং পেটিএম ওয়ালেটে টাকা জমা, ঋণ দানের সুবিধে বন্ধ করার কথা বলা হয়। প্রথমে বলা হয়েছিল ২৯ ফেব্রুয়ারির মধ্যেই বন্ধ হয়ে যাবে এই লেনদেন, কিন্তু পরে তা বাড়িয়ে দিন ধার্য হয় ১৫ মার্চ। এর পরে আর টাকা জমা পড়বে না পেটিএম ওয়ালেটে বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে অ্যাকাউন্টে জমানো টাকা চাইলে আপনি খরচ করতেই পারেন। ১৫ মার্চের পর এই পেমেন্টস ব্যাংকের মাধ্যমে আর কোনও ফান্ড ট্রান্সফার, এইপিএস কিংবা ইউপিআইয়ের সুবিধে পাওয়া যাবে না। ফলে কাজ বজায় রাখতে গেলে পেটিএমের সঙ্গে অন্যান্য RBI স্বীকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।


বিনামূল্যে আধার আপডেট


১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে। এখনও পর্যন্ত মাই আধার পোর্টালে এই আপডেট বিনামূল্যেই করা যেত, কোনও আধার সেবা কেন্দ্রে গেলে লাগত ৫০ টাকা। কিন্তু ১৪ মার্চের পর আর বিনামূল্যে মাই আধার পোর্টালেও আধার আপডেটের কাজ করা যাবে না। চার্জ বসবে আপডেটের কাজে।


SBI ক্রেডিট কার্ডের নতুন নিয়ম


যে সমস্ত গ্রাহক SBI-এর ড্রিমফোকস মেম্বারশিপ নিয়েছেন, তাঁদের আর ১ মার্চ থেকে কোনও ফিজিক্যাল কার্ড দেওয়া হবে বলেই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাছাড়া ১৫ মার্চ ২০২৪ থেকে ক্রেডিট কার্ডে মিনিমাম অ্যামাউন্ট ডিউ-র হিসেব নতুন করে করা হবে বলেও জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।   


অগ্রিম কর জমার ৪র্থ কিস্তি এই মাসেই


২০২৪-২৫ অর্থবর্ষের জন্য অগ্রিম কর জমা করতে হবে এই মাসের ১৫ তারিখের মধ্যেই। বছরে চারটি কিস্তিতে এই অগ্রিম কর জমা করা যায়। আর ১৫ মার্চের মধ্যে ১০০ শতাংশ কর জমা করে দিতে হবে কর দাতাকে। আয়কর আইনের ২৩৪বি ও ২৪৩সি ধারা অনুসারে এই অগ্রিম কর সঠিক সময়ে জমা না করলে জরিমানা ধার্য করা হতে পারে।


কর-সাশ্রয়ী বিনিয়োগ


কর বাঁচানোর জন্য যে সমস্ত করদাতারা বিভিন্ন কর-সাশ্রয়ী প্রকল্পে বিনিয়োগ করেন, সেইসমস্ত বিনিয়োগের শেষ দিন হল ৩১ মার্চ। এরপর বিনিয়োগ থাকলে, তা আর এই অর্থবর্ষের করযোগ্য আয়ের মধ্যে ধরা হবে না।


FASTag-এর KYC আপডেটের শেষ দিন মার্চেই


FASTag-এ কেওয়াইসি আপডেটের শেষ দিন আগামী ৩১ মার্চ ২০২৪। এরপর FASTag-এ টাকা জমা করা যাবে না, জমানো ব্যালেন্স থেকেই খরচ করা যাবে।


আরও পড়ুন: RK Swamy IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে R K Swamy-র আইপিও, গ্রে মার্কেটে দাম কত চলছে ?