Reserve Bank of India: ভারতের রিজার্ভ ব্যাঙ্কই মূলত দেশের সমস্ত ব্যাঙ্কের কার্যক্রমের উপর নজর রাখে। এবার এই ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI Action on Bank)। সোমবার এই ব্যাঙ্ক থেকে টাকা তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের টাকা তোলার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ব্যাঙ্কের (RBI Action on Bank) গ্রাহকরা আর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট হোক সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা কোনওভাবেই আর টাকা তুলতে পারবেন না। তবে গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণ শোধ করে দেওয়ার কথা বলা হয়েছে। সেই ঋণের খাতে টাকা জমা হবে শুধু।
কী জানাল রিজার্ভ ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্ক (RBI Action on Bank) এই ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করে জানিয়েছে যে, এবার থেকে শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্ক আর কোনও গ্রাহককে ঋণ দিতে পারবে না। এরই সঙ্গে ব্যাঙ্কের পক্ষ থেকে কোনওরকম বিনিয়োগ করা যাবে না। রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া ব্যাঙ্ক তাঁর কোনও সম্পত্তি নষ্ট বা হস্তান্তর করতে পারবে না। ৮ এপ্রিল ২০২৪ থেকে আগামী ৬ মাস পর্যন্ত এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে।
গ্রাহকদের কী সমস্যা হবে
যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে এই শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কে, তাঁরা ইনসিওরেন্স ও ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারেন। তবে যাদের ৫ লক্ষ বা তার কম টাকা এই ব্যাঙ্কে (RBI Action on Bank) জমা আছে, তাঁরা তাঁদের পুরো টাকাই ফেরত পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তাঁর ফলে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হবে না। কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে এই সংস্থার আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করা হবে।
আইডিএফসি ব্যাঙ্কের উপরেও কড়া নির্দেশিকা
কয়েকদিন আগেই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের উপরে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাঁর সঙ্গে এলআইসি হাউজিং ফিনান্স সংস্থার উপরেও কড়া নির্দেশিকা জারি করে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ককে ১ কোটি টাকা এবং এলআইসি হাউজিং ফিনান্সকে ৪৯.৭০ লক্ষ টাকা জরিমানা করার কথা বলা হয়েছে। একইসঙ্গে চারটি এনবিএফসি সংস্থার লাইসেন্সও বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন: RBI Action: এই ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করল আরবিআই, রেজিস্ট্রেশন বাতিল ৪ সংস্থার- কারণ জানেন ?