RBI Penalty: কড়া পদক্ষেপ করল আরবিআই। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ও এলআইসি হাউজিং ফিনান্স সংস্থার উপর জরিমানা আরোপ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এছাড়াও আরও ৪টি এনবিএফসি সংস্থার লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে আরবিআইয়ের (RBI Action) তরফে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ককে (IDFC First Bank) ১ কোটি টাকা এবং এলআইসি হাউজিং ফিনান্সকে (LIC Housing Finance) ৪৯.৭০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
আর ব্যবসা করতে পারবে না এই ৪ সংস্থা
শুক্রবার অর্থাৎ গতকালই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে ৪টি এনবিএফসি সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আর ব্যবসা করতে পারবে না এই সংস্থাগুলি। এর মধ্যে আছে উত্তরপ্রদেশের কুন্ডলেস মোটর ফিনান্স, তামিলনাড়ুর নিথ্যা ফিনান্স, পঞ্জাবের ভাটিয়া হায়ার পারচেজ ও হিমাচল প্রদেশের জীবনজ্যোতি ডিপোজিট ও অ্যাডভান্সেস। কেন্দ্রীয় ব্যাঙ্কের (RBI Action) এই কঠোর নীতির প্রকোপ পড়েছে আরও দুটি সংস্থার উপরে।
নির্দেশ লঙ্ঘনের অপরাধে জরিমানা এই সংস্থাকে
রিজার্ভ ব্যাঙ্কের (RBI Action) তরফে জানানো হয়েছে যে, কিছু জরুরি নির্দেশনামা না মানার অপরাধে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করা হয়েছে। ঋণ ও অ্যাডভান্স সংক্রান্ত কিছু নিয়ম লঙ্ঘন করেছিল এই ব্যাঙ্ক। আর জানা গিয়েছে, এই ব্যাঙ্ক নিয়ম লঙ্ঘন করে একটি সরকারি সংস্থাকে ঋণ দিয়েছে। তাই জরিমানা ধার্য হয়েছে। এনবিএফসি ও হাউজিং ফিনান্সের ২০২১ সালের নির্দেশিকা অনুসারে নিয়মবিধি লঙ্ঘনের অপরাধে এলআইসি হাউজিং ফিনান্সের উপর জরিমানা আরোপ করা হয়েছে।
গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে ?
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ও এলআইসি হাউজিং ফিনান্স সংস্থাকে শো-কজ নোটিশ পাঠিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তাতে কোনওরকম সন্তোষজনক উত্তর না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে দুই সংস্থার ক্ষেত্রেই রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে গ্রাহকের উপর কোনও প্রকোপ পড়বে না। ব্যাঙ্কের কার্যক্রমও কোনওভাবে ব্যাহত হবে না।
এর আগেও কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক
এর আগে ফেব্রুয়ারি মাসের শেষে কিছু নিয়মভঙ্গের জন্য ভারতের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই ও সিটি ইউনিয়ন ব্যাঙ্কের উপরও জরিমানা ধার্য করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সিটি ইউনিয়ন ব্যাঙ্কের উপর ৬৬ লক্ষ টাকা এবং কানারা ব্যাঙ্কের উপর ৩২.৩০ লক্ষ টাকার জরিমানা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এনপিএ অ্যাকাউন্ট সংশ্লিষ্ট কিছু আয় সংক্রান্ত বিধি লঙ্ঘনের অপরাধে স্টেট ব্যাঙ্কের উপর ২ কোটি টাকার জরিমানা আরোপ করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আরও পড়ুন: DII Investment: বিপুল বিনিয়োগে ফুলে উঠল বাজার, বিদেশি বিনিয়োগকারীদের পিছনে ফেলে রেকর্ড গড়ল কারা ?