EPFO Passbook Download: টাকা জমা পড়লেও দেখতে পারছেন না ? এবার ঘরে বসেই জানতে পারবেন প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) জমা টাকার পরিমাণ। চাইলে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন PF Passbook। এই কয়েক সহজ ধাপে হবে সমস্যার সমাধান।  


PF Passbook Download Online: মাসের প্রাপ্ত বেতনই চলে সংসার। সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রেই বেতনভোগীর বেতনের একটি অংশ কাটা হয় প্রভিডেন্ট ফান্ড হিসাবে। যা কর্মীর ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এবার এই টাকার পরিমাণ জানতে পারবেন সহজ উপায়ে।দেখে নিন কী করতে হবে এর জন্য।


EPFO Passbook: অনেক সময় চাকরি ছাড়ার পর প্রভিডেন্ট ফান্ডের জমা টাকার কথা মাথায় আসে কর্মীদের। এই টাকার পরিমাণ জানতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাদের।আজ আমরা আপনাকে সেই পদক্ষেপগুলি সম্পর্কে বলতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার পিএফ অ্যাকাউন্ট পাসবুক (PF Passbook Download Online) ডাউনলোড করতে পারেন। এই পাসবুকের সাহায্যে আপনি সহজেই জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। প্রয়োজনের সময় আপনি এই টাকা তুলতে পারবেন। জেনে নেই পিএফ অ্যাকাউন্টের পিএফ পাসবুক ডাউনলোড করার সহজ ধাপগুলি- 


জেনে নিন কীভাবে পিএফ পাসবুক ডাউনলোড করবেন-


PF পাসবুক ডাউনলোড করতে সবার আগে Employees Provident Fund Organisation-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন। 
https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login।


এর পর আপনাকে এখানে লগইন করতে হবে।


এর জন্য UAN নম্বর ও পাসওয়ার্ড লিখুন।


এবার লগইন করুন ও আপনার EPFO member ID দিয়ে সাইটে যান।


আপনার যদি একাধিক EPFO member ID থাকে, তাহলে আপনি যে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান তার আইডি সিলেক্ট করুন।


মেম্বার আইডি সিলেক্ট করার সাথে সাথেই আপনার সামনে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স খুলে যাবে।


আপনি চাইলে এই PF Passbook PDF-এ ডাউনলোড করতে পারেন।