Jobs In RailTel: প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া (RailTel Corporation of India Limited)। ম্যানেজেরিয়াল পোস্টে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।


RailTel Corporation of India Jobs: সব মিলিয়ে সংস্থায় ব্যবস্থাপনার কাজে ৬৯টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। টেকনিক্যাল, মার্কেটিং , ফিন্যান্স, লিগাল বিভাগে হবে এই নিয়োগ। চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট দিনের মধ্যে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।


MANAGERIAL POSTS (PROFESSIONALS)
Deputy Manager (Technical ) – 24
Deputy Manager (Electrical) – 1
Deputy Manager (Civil) – 1
Deputy Manager (Marketing) – 6
Deputy Manager (Finance) – 4
Deputy Manager (Legal) – 1
Deputy Manager (Database Administration) – 2
Manager (Database Administration) – 2
Senior Manager (Database Administration) – 2
Deputy Manager (System Administration) – 6
Manager (System Administration) – 2
Senior Manager (System Administration) – 2
Deputy Manager (Security) – 4
Manager (Security) – 2
Senior Manager (Security) – 2
Deputy Manager (Network) – 3
Manager (IT) – 1
Senior Manager (IT) – 1


RailTel India Jobs: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে B.E, B.Tech, LLB, MBA,CA উত্তীর্ণরা নির্দিষ্ট পদের ভিত্তিতে আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। 


RailTel India Jobs: প্রার্থী বাছাই হবে কীভাবে ? 
এই পদের জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষা ও ইন্টারভিউয়ের দিন ও সময় চাকরিপ্রার্থীদের RailTel Corporation of India Limited — https://www.railtelindia.com-এ জানিয়ে দেওয়া হবে।


Jobs In RailTel: কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অনলাইনে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। একবার সফলভাবে আবেদনপত্র জমা হয়ে গেলে তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে চাকরিপ্রার্থীকে।
Official website of RailTel Corporation of India Limited — https://www.railtelindia.com 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI