কলকাতা: হঠাৎ টাকার প্রয়োজন? এবার চাকরি জীবনে প্রভিডেন্ট ফান্ডে আপনার সঞ্চয় ব্যবহার করা আরও সহজ হবে। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে অগ্রিম ক্লেইম-সংক্রান্ত বিষয়টি এবার অটো-মোড সিস্টেমে হবে। সোমবার একটি বিজ্ঞপ্তিতে EPFO জানিয়েছে শিক্ষা, বিয়ে এবং বাড়ি-সংক্রান্ত বিষয়ে অ্য়াডভান্সস ক্লেইম-এর ক্ষেত্রে অটো মোড-সিস্টেম চালু হবে।


কী বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে?
EPFO-একটি Auto Claim Solution-এনেছে। এর মাধ্যমে কোনও দাবি বা ক্লেইম করা হলে তা IT-সিস্টেমের মাধ্যমেই প্রক্রিয়া করা হবে। এই প্রক্রিয়ার মধ্যে কোনও মানুষের হস্তক্ষেপ থাকবে না। গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এখন ১৯৫২ সালের EPF স্কিমের  Para 68K-এর অধীনে (পড়াশোনা ও বিয়ে সংক্রান্ত কারণে) এবং Para 68B (বাড়ি সংক্রান্ত কারণে)-এর অধীনে থাকা সব ক্ষেত্রের ক্লেইম-এর জন্য অটো ক্লেইম সলিউশন সুবিধা আনা হয়েছে। 


ঊর্ধ্বসীমায় বৃদ্ধি:
আগে এই ক্লেইম-এর ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ৫০ হাজার টাকা ছিল। এখন সেটা করা হয়েছে ১ লক্ষ টাকা।


EPFO-এর লক্ষাধিক উপভোক্তা এবং তাঁদের পরিবারের সাহায্যের জন্য়ই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।


২০২০ সালের এপ্রিলে প্রথম  Auto mode of claim settlement-এর সুবিধা আনা হয়। অসুস্থ হওয়ার কারণে টাকার দরকার হলে সেই দাবি মেটাতে এই সুবিধা নেওয়া যেত। এখন এই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হল। চলতি অর্থবর্ষে ২ কোটি ২৫ লক্ষ সদস্য এই পদক্ষেপের সুবিধা পাবেন। 


২০২৩-২৪ অর্থবর্ষে EPFO- ৪ কোটি ৪৫ লক্ষ ক্লেম মিটিয়েছে। এর মধ্যে অন্তত ৬০ শতাংশ (২.৮৪ কোটি) অগ্রিম দাবি বা Advance Claims. যতগুলো  Advance Claims সেটল করা হয়েছে তার মধ্যে ৮৯.৫২ লক্ষ ক্লেইম অটো মোড-এর মাধ্যমে হচ্ছে। 


অটো ক্লেইমে কী সুবিধা?
যে কোনও ক্লেইমের সঙ্গে KYC, এলিজিবিলিটি এবং ব্য়াঙ্ক ভ্যালিডেশন- এই গোটা বিষয়টি IT Tool-এর মাধ্যমে প্রক্রিয়া করা হবে। এর ফলে উল্লেখযোগ্য় ভাবে কমে আসবে ক্লেইম সেটেলমেন্ট-এর সময়। ১০ দিন থেকে কমে আসতে পারে ৩-৪ দিন। যদি অটোমেটিক প্রক্রিয়াতে কোনও ক্লেইম বাতিল হয় তাহলে কী হবে? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেক্ষেত্রে ওই দাবি গোটাটাই বাতিল হয়ে যাবে না। দ্বিতীয় স্তরে স্ক্রুটিনি করার জন্য সেটা নেওয়া হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'তারকা' প্রার্থী দেখেই পকেট থেকে বেরোল মোবাইল! শাসক-বিরোধী মিলে দেদার সেলফি