Provident Fund: চাকরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড চেনা একটা নাম। প্রতি মাসের বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে এই প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। তবে এই পিএফের টাকা (EPF Account) তুলতে গেলে তাঁর কিছু বিধিনিষেধ আছে। আপনি যদি চান আপনার জীবনবিমার প্রিমিয়ামের টাকা এই পিএফে জমানো টাকা থেকে দেবেন, কিংবা অন্য কোনও কারণে পিএফের টাকা (EPF Withdrawal) তুলতে চাইছেন, তাহলে কিছু ফর্ম আপনাকে পূরণ করতে হবে। একেক কারণের জন্য আলাদা আলাদা ফর্ম আছে। কোন সময় কোন ফর্ম জমা কর‍তে হবে দেখে নিন।


অ্যাডভান্স তুলবেন


পিএফ অ্যাকাউন্ট (EPF Account) থেকে অ্যাডভান্সের টাকা তুলতে গেলে আপনাকে কম্পোজিট ফর্ম (আধার) পূরণ করতে হবে।


জীবনবিমার টাকা দেবেন


যদি আপনি চান যে আপনার প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা থেকে জীবনবিমার পলিসির টাকা দেবেন, তখন টাকা তোলার জন্য আপনাকে ফর্ম নং ১৪ পূরণ করতে হবে।


পেনশন ফান্ড সেটল করবেন


পেনশন ফান্ডের জমানো টাকা (EPF Account) তুলে ফেলতে চান ? আপনার যদি ৫৮ বছর বয়স হয়ে গিয়ে থাকে এবং ১০ বছর টানা আপনি কর্মরত থাকেন তাহলে আপনাকে ফর্ম নং ১০ডি পূরণ করে জমা দিতে হবে। অন্যদিকে যদি আপনার বয়স ৫৮ বছর হয়ে গিয়েছে, অথচ আপনি ১০ বছর টানা কাজ করেননি তাহলে আপনাকে কম্পোজিট (আধার) ফর্ম জমা দিতে হবে।


গ্র্যাচুইটি বাড়াবে ইপিএফও সংস্থা


জানা গিয়েছে, সাময়িক হারে যে মহার্ঘ ভাতা (EPF Withdrawal) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার, তাঁর ভিত্তিতে পেনশন অ্যাকাউন্টে গ্র্যাচুইটির পরিমাণও বাড়িয়ে দেবার কথা ঘোষণা করেছে ইপিএফও সংস্থা।


মহার্ঘভাতা বেড়েছে এই বছরই


কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বছর ১ জানুয়ারি তারিখেই মহার্ঘভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বাড়ানো হয়েছে। আগে বেসিক পে-র ৪৬ শতাংশ ডিএ মিলত সরকারি কর্মীদের। এবার থেকে এই ডিএর পরিমাণ বাড়ান হয়েছে ৫০ শতাংশে। এর মাধ্যমে ৪.৯ মিলিয়ন কেন্দ্র সরকারি কর্মী এবং ৬.৭৯ মিলিয়ন পেনশনভোগীদের এই সুবিধে দেওয়ার জন্য সরকারের তরফে ১২,৮৬৮.৭২ কোটি টাকা মঞ্জুর হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Tata Motors: চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা বাড়ল ৪৬ শতাংশ, শেয়ারপিছু ৬ টাকা ডিভিডেন্ড ঘোষণা এই সংস্থার