Bank Customer Alert: বদলে যাচ্ছে নিয়ম। ১ জানুয়ারি থেকে এই ব্যাঙ্কে ১০,০০০ টাকার বেশি রাখলে (Deposit) দিতে হবে চার্জ (Charge)। নগদ তোলাও (Cash Withdrawal) ব্যয়বহুল হবে। সম্প্রতি নতুন ঘোষণা করেছে এই ব্যাঙ্ক (IPPB)।


IPPB News: নতুন বছরে বদলে যাচ্ছে অনেক নিয়ম। এবার থেকে 'ব্যাঙ্কে টাকা রাখলে' উল্টে দিতে হবে চার্জ।১ জানুয়ারি থেকে এই নিয়ম জারি করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank)। নয়া নিয়মে নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ১০,০০০ টাকার বেশি রাখলে গ্রাহককে আলাদা চার্জ দিতে হবে।


India Post Payment Bank New Rule: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে কোনও চার্জ ছাড়া মাসে কেবল ১০,০০০ টাকা জমা করতে পারবেন গ্রাহক। সম্প্রতি অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে IPPB। যেখানে বলা হয়েছে, গ্রাহকদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকার বেশি রাখতে হলে অতিরিক্ত চার্জ দিতে হবে।আসলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে তিন ধরনের সেভিংস অ্যাকাউন্ট হয়। যেখানে বেসিক সেভিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টের জন্য আলাদা নিয়ম রয়েছে।


IPPB Different charges: India Post Payment Bank-এর বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা তোলার জন্য কোনও চার্জ লাগবে না। তবে প্রতিবার আপনি এই বিনামূল্যের সীমা অতিক্রম করে টাকা তুললে ২৫ টাকা করে দিতে হবে। যার ফলে আপনার IPPB থেকে টাকা তোলা ও জমা করার প্রক্রিয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে।


IPPB new rule: আইপিপিবি-তে তিন ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। এতে আপনি বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ৪ বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। তবে এর বেশিবার টাকা তুলতে গেলেই প্রতি লেনদেনে আপনাক ২৫ টাকা করে দিতে হবে। তবে বেসিক সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য কোনও চার্জ লাগে না। 


India Post Payment Bank Update: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক জানিয়েছে, নতুন চার্জগুলি ১ জানুয়ারি ২০২২ থেকে প্রযোজ্য হবে। অন্যান্য ব্যাঙ্কিংয়ের নিয়ম অনুসারে লেনদেনের ওপর GST/Cess লাগু হবে। এই ক্ষেত্রে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট  (বেসিক সেভিংস অ্যাকাউন্ট নয়) ও কারেন্ট অ্যাকাউন্টে মাসে ১০,০০০টাকা পর্যন্ত নগদ জমা রাখলে কোনও চার্জ লাগবে না। তবে এর বেশি টাকা ডিপোজিট করলেই ০.৫০ শতাংশ বা লেনদেনের মূল্যের ন্যূনতম ২৫ টাকা চার্জ কাটা হবে।


আরও পড়ুন : Bank Holidays December: আগামী ১০ দিনে ৬ দিন বন্ধ ব্যাঙ্ক, আপনার শহরে কী অবস্থা ?


আরও পড়ুন : New credit-debit card rules: ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম, মুছে যাবে আপনার কার্ডের ডেটা


আরও পড়ুন : SBI 3-in-1 Account: এক অ্যাকাউন্টে তিন কাজ, স্টেট ব্যাঙ্কের নয়া অফার