EPFO Rules Private Employee: বেসরকারি প্রতিষ্ঠানে ১০ বছর চাকরি করলে সরকার দেবে এই সুবিধা। সেই ক্ষেত্রে সংস্থা পরিবর্তন বা ১০ বছরের কাজের মেয়াদে ফাঁক থেকে গেলেও প্রতি মাসে পেনশন পাবেন আপনি। এমনই পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
Pension News: পেনশন সুবিধা পাবেন এঁরা
সংগঠিত খাতে কর্মরত কর্মীরা ১০ বছর কাজ করলে ৫৮ বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পাবেন। এই কারণেই প্রতি মাসে কর্মচারীদের বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। যা জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে। কর্মীরা কিছু শর্তপূরণ করলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
EPFO এর নিয়মে কী রয়েছে ?
কর্মচারী ভবিষ্য তহবিল সংগঠন (EPFO) নিয়ম অনুসারে, বেসরকারি খাতের কর্মীদের মূল বেতন ও মহার্ঘ ভাতার ১২ শতাংশ প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে দিতে হয়। এখানে কর্মচারীর পুরো টাকার ভাগটাই ইপিএফ-এ জমা হয়। সেখানে কোম্পানির কর্মচারী পেনশন স্কিমে জমা হয় ৮.৩৩ শতাংশ। এর পাশাপাশি EPF-এ যায় ৩.৬৭ শতাংশ।
EPFO Rules: চাকরির মেয়াদ এভাবে বুঝুন
যে কোনো কর্মচারী 10 বছর কাজ করার পর পেনশন পাওয়ার যোগ্যতা পেতে শুরু করে। চাকরির মেয়াদ ১০ বছর হওয়ার শর্ত রয়েছে। ৯ বছর ৬ মাসের চাকরিও ১০ বছরের সমান ধরা হয়েছে। যদি চাকরির মেয়াদ সাড়ে নয় বছরের কম হয়, তবে তা শুধুমাত্র 9 বছর হিসাবে বিবেচিত হবে। যদি কর্মচারী অবসর গ্রহণের বয়সের আগে পেনশন অ্যাকাউন্টে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। ওই ব্যক্তিরা পেনশনের অধিকারী হবেন না।
Pension News: এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখুন
সরকারের এই ধরনের সুবিধা পেতে চাকরিতে কোনও প্রতিষ্ঠান ছাড়ার পর কর্মক্ষেত্রে ফাঁক থাকলেও এই বিষয়গুলি মাথায় রাখবেন। নতুন চাকরি শুরু করার পর আপনার UAN নম্বর পরিবর্তন করবেন না।
চাকরি পরিবর্তন করলে, আপনার নতুন কোম্পানির পক্ষ থেকে অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। এছাড়াও, আপনার আগের চাকরির মোট মেয়াদ নতুন চাকরিতে যোগ করা হবে। এই অবস্থায় আপনাকে আর চাকরির ১০ বছর পূর্ণ করতে হবে না।
কর্মচারী যদি ৫-৫ বছর দুটি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। তাহলে এই ধরনের কর্মচারী পেনশনের সুবিধা পাবেন।