Elon Musk: মালিকানা বদল হতেই বদলে যাচ্ছে ট্যুইটারের ভাবনা। এলন মাস্ক সিইও পদে আসতেই এবার ট্যুইটারের বিশেষ পরিষেবা পেতে দিতে হবে আলাদা মূল্য। মাসে সেই মূল্য ১৬০০ টাকার বেশি হতে পারে।
Twitter Verification: কোন পথে ট্যুইটার ?
'পৃথিবীতে কোনও কিছুই বিনামূল্যে পাওয়া যায় না'। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নাম থাকা মাস্কের মুখে আগেও বহুবার শোনা গিয়েছে এই কথা। ট্যুইটারের দায়িত্ব নিয়েই তাই নিজের নীতির বস্তাবায়ানের পথে হাঁটছেন এলন মাস্ক। রিপোর্ট বলছে, শীঘ্রই ট্যুইটারে ব্লু টিক পেতে সাবস্ক্রাইবার বা ব্যাবহারকারীদের থেকে টাকা আদায় করবে কোম্পানি।
Twitter Blue: প্রতি মাসে কত টাকা ?
ট্যুইটার সূত্রে খবর, ট্যুইটার ব্লু পরিষেবা পেতে মাসে ১৯.৯৯ মাসে ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকার বেশি দিতে হবে ব্যবহারকারীদের। যেখানে ব্যাবহারকীরারা 'এডিট' ও 'আনডু'-এর মতো নতুন ফিচার পাবেন। সম্প্রতি টেক সাইট 'ভার্জ' এর রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। শোনা যাচ্ছে. এখন থেকে 'ভেরিফায়েড ইউজার'দের 'ট্যুইটার ব্লু' অপশন ৯০ দিনের মধ্যে সাবক্রাইব করতে হবে। অন্যথায় আর ব্লু টিকের পরিষেবা পাবেন না ব্যবহারকারীরা।
Elon Musk: কী বলছেন মাস্ক ?
সম্প্রতি ট্যুইটার হাতে নিয়েই এর যাচাইকরণ প্রক্রিযা পুরো বদলে ফেলার কথা বলেছেন ট্যুইটারের সিইও। তবে এতে কী পরিবর্তন করা হবে এমনকী টাকার বিষয়ে কোনও তথ্য দেননি তিনি। ট্যুইটারের অতীত বলছে, এক বছর আগেই এই 'ট্যুইটার ব্লু' বৈশিষ্ট্য নিয়ে আসে কোম্পানি। যেখানে প্রথমে বিজ্ঞাপন ছাড়া বিষয় দেখার জন্য ট্যুইটারে এই সুবিধা দেওয়া শুরু হয়েছিল। সেখানে হোমস্ক্রিনের আইকনেও এই সাবক্রিপশন নিলে অন্য রঙ হয়ে যেত।
Downvote Feature: ট্যুইটার হাতে নিয়েই কোম্পানির বড় কর্তাদের ছাঁটাই করেছেন আগেই । এবার মাইক্রো ব্লগিং সাইটের ব্যবহারকারীদের জন্য ডাউনভোট বৈশিষ্ট্য চালু করলেন কোম্পানির নতুন মালিক এলন মাস্ক।
Twitter New Feature: কী কাজ করবে এই নতুন ফিচার ?
টুইটারে ডাউনভোট বোতামটি ইউটিউবের ডিসলাইক বোতামের মতো নয়। এই বৈশিষ্ট্যটি সরাসরি পোস্টের জন্য নয়,কেবল পোস্টের উত্তর দেওয়ার জন্য রাখা হয়েছে। টুইটারে অপমানজনক ভাষা ও অপ্রাসঙ্গিক মন্তব্যের সঙ্গে মোকাবিলা করার জন্য এই বৈশিষ্ট্যটি ব্যবহার করা হবে। তবে ডাউনভোট ফিচার পাবলিক করা হবে না। এমনকী ডাউনভোট গণনা করারও কোনও উপায় নেই।