Fixed Deposit Interest: দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তার গ্রাহকদের জন্য এবার বড় সুখবর এনেছে। এবার নতুন অর্থবর্ষে গ্রাহকদের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI জানিয়েছে, ২ কোটি টাকার কম এবং ২ কোটি টাকার বেশি উভয় স্কিমের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (SBI FD Interest Rate) অনুসারে, বুধবার ১৫ মে থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে SBI।


SBI-তে সুদ বেড়েছে স্থায়ী আমানতে


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কম আমানতের উপর ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। ৭৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত স্থায়ী আমানতের উপর ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে। ফলে এখন এই মেয়াদে গ্রাহকরা স্থায়ী আমানতে ৪.৭৫ শতাংশের বদলে ৫.৫০ শতাংশ সুদ পাবেন। একই মেয়াদের মধ্যে প্রবীণ নাগরিকরা (SBI FD Interest Rate) স্থায়ী আমানতে ৫.২৫ শতাংশের বদলে ৬ শতাংশ সুদ পাবেন।


এছাড়াও স্টেট ব্যাঙ্কে ১৮০-২১০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়ে দিয়েছে। ফলে এই মেয়াদের স্থায়ী আমানতের উপর গ্রাহকরা ৫.৭৫ শতাংশের বদলে ৬ শতাংশ সুদ পাবেন। আবার ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতের (SBI FD Interest Rate) উপর সাধারণ গ্রাহকরা ৬ শতাংশের বদলে ৬.২৫ শতাংশ সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৬.৭৫ শতাংশ।


বাল্ক এফডির সুদের হারেও বদল এসেছে


খুচরো এফডির সঙ্গে সঙ্গে বাল্ক এফডিতেও সুদের হার বদল করেছে এসবিআই। ৭ থেকে ৪৫ দিনের মেয়াদে স্থায়ী আমানতে সুদের হারে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। সাধারণ গ্রাহকদের জন্য এখানে ৫ শতাংশের বদলে ৫.২৫ শতাংশ সুদ দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের জন্য ৫.৫০ শতাংশ সুদের বদলে ৫.৭৫ শতাংশ সুদ পাবেন। একইসঙ্গে ৪৬ থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটের (SBI FD Interest Rate) উপর ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার। এই সময়ের মধ্যে ৫.৭৫ শতাংশের বদলে ৬.২৫ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ।


আরও পড়ুন: SSY Account: টাকা জমা হয়নি, নিষ্ক্রিয় হয়ে গিয়েছে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট ? কীভাবে ফের চালু করবেন ?