UPI Payment: ইউপিআই পেমেন্টে (UPI Payment) আজকাল অভ্যস্ত প্রায় সকলেই। ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) অন্যতম মাধ্যম এই ইউপিআই পেমেন্ট। আজকাল প্রায় সকলেই অনলাইন শপিং এবং অনলাইনে অ্যাপের (Online App) মাধ্যমে পেমেন্টে অভ্যস্ত। আর এক্ষেত্রেই ব্যবহার করতে হয় ইউপিআই পিন। তবে ডিজিটাল মাধ্যমে মানুষের পেমেন্টের প্রবণতা যেমন বেড়েছে তেমনই পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও। তাই ইউপিআই পিন ব্যবহার করার ব্যাপারে ইউজারদের সতর্ক থাকুন। যেকোনও জায়গায় ইউপিআই পিন ব্যবহারের ক্ষেত্রে কোন কোন দিকে নজর রাখবেন, জেনে নিন।


কাউকে পিন শেয়ার করবেন না- নিজের ইউপিআই পিন কারও সঙ্গেই শেয়ার করবেন না। আপনার যত ঘনিষ্ঠই কেউ হোন না কেন ইউপিআই পিন সুরক্ষিত রাখার জন্য তা শেয়ার না করাই ভাল।


ফোনের স্ক্রিন লক- যেহেতু ইউপিআই পিন ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগই স্মার্টফোন মাধ্যম হিসেবে ব্যবহার করেন, তাই ইউজারদের নিজের স্মার্টফোন সুরক্ষিত করতে হবে। ফোনের স্ক্রিন লক করার ব্যবস্থা রাখতে হবে। পছন্দসই এবং কমফোর্টেবল পদ্ধতি বেছে নিয়ে ফোন আনলক করুন।


আইডি চেকিং- যে ইউপিআই আইডিতে আপনি টাকা পাঠাচ্ছেন সেই আইডি ভাল করে পরীক্ষা নিরীক্ষা করে নিন। অর্থাৎ টাকা পাঠানোর পর যাতে কোনওরকম বিপদে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন। অতি অবশ্যই ইউপিআই আইডি চেকিং করে তারপর টাকা পাঠাবেন।


একাধিক ইউপিআই অ্যাপ- একাধিক ইউপিআই অ্যাপ ব্যবহার না করাই ভাল। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে যেকোনও একটি মাধ্যমে পেমেন্ট করা অনেক সুরক্ষিত। একগুচ্ছ পেমেন্ট অ্যাপ ফোনে ইনস্টল করে রাখলে তার সবকটি সুরক্ষিত নাও হতে পারে। তাই একাধিক ইউপিআই পেমেন্ট অ্যাপ ব্যবহার করা উচিত নয়।


সন্দেহজনক লিঙ্ক- সন্দেহজনক কোনও লিঙ্ক থাকলে সেখানে ক্লিক করবেন না। কারণ এভাবে অনেকেই প্রতারণার শিকার হন। অতএব ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই ভাল। 


ইউপিআই- এর ক্ষেত্রে আর্থিক লেনদেনে অতিরিক্ত চার্জ বসতে চলেছে বলে শোনা যাচ্ছিল বিগত কয়েকদিন ধরে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট ভাবে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে দেশবাসীর আশঙ্কা দূর করে জানানো হয়েছে যে United Payments Interface (UPI)- এর ক্ষেত্রে সরকারের তরফে কোনও অতিরিক্ত চার্জ নেওয়ার পরিকল্পনা নেই। বর্তমানে ইউপিআই- এর মাধ্যমে কোনও পেমেন্ট করা হলে সেক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয় না। UPI হল জনসাধারণের জন্য অপরিসীম সুবিধা সহ একটি ডিজিটাল পেমেন্ট পরিষেবা এবং দেশের অর্থনীতির জন্য লাভজনক বিষয়। UPI পরিষেবার জন্য কোনও অতিরিক্ত চার্জ ধার্য করার পরিকল্পনা নেই সরকারের। খরচ পুনরুদ্ধারের জন্য পরিষেবা প্রদানকারীদের উদ্বেগ অন্যান্য উপায়ে মেটাতে হবে। সম্প্রতি ট্যুইট করে অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। 


আরও পড়ুন- iMessage- এর মতো হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে চালু হতে চলেছে প্রোফাইল পিকচারের ফিচার