Fixed Deposit Interest: সাধারণ মানুষদের জন্য সবসময় একটি নিশ্চিত আয়ের উৎস হিসেবে বিবেচিত হয় এই ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যে কেউ এই ফিক্সড ডিপোজিট খোলা যায়। ব্যাঙ্কে এফডি করলে একেক ব্যাঙ্ক একেক রকম সুদ (FD Interest Rate) দেয়। আর এই সুদের হারের কমা-বাড়ার কারণেই এফডি করার আগে দেখে নিতে হবে যে কোন কোন ব্যাঙ্কে মিলছে বেশি সুদ। ফিক্সড ডিপোজিট করার আগে দেখুন এই ৬ ব্যাঙ্কে দিচ্ছে বেশি সুদ।


ধরা যাক আপনি যদি স্টেট ব্যাঙ্কে এফডি করেন, সেক্ষেত্রে ৩ মাসের এফডিতে আপনি ৫.৫ শতাংশ সুদ পাবেন এবং এক বছরের মেয়াদে আপনি সুদ (FD Interest Rate) পাবেন ৬.৮ শতাংশ। এবারে দেখে নেওয়া যাক ৫ বছরের জন্য এফডি করতে চাইলে কোন ব্যাঙ্কে বেশি সুদ পাবেন।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


এই ব্যাঙ্কে আপনি যদি ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনি ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে এক বছরের মেয়াদে এই ব্যাঙ্কে সুদের হার ৬.৮ শতাংশ।


আইসিআইসিআই ব্যাঙ্ক


এখানে ৫ বছরের মেয়াদে এফডিতে (FD Interest Rate) আপনাকে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে। অন্যদিকে ১ বছরের জন্য এফডি করলে আপনি সেই আমানতের উপর ৬.৭ শতাংশ সুদ পাবেন।


এইচডিএফসি ব্যাঙ্ক


দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর ১ বছরের মেয়াদে ৬.৬ শতাংশ সুদ পাওয়া যায় আর ৫ বছরের মেয়াদে টাকা রাখলে ৭ শতাংশ হারে সুদ মেলে।


ব্যাঙ্ক অফ বরোদা


এই তালিকায় চতুর্থ স্থানে আছে ব্যাঙ্ক অফ বরোদা যেখানে ৫ বছরের স্থায়ী আমানতের উপর ৬.৫ শতাংশ এবং ১ বছরের স্থায়ী আমানতের উপর ৬.৮৫ শতাংশ সুদ পাওয়া যায়।


কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক


এই বেসরকারি ব্যাঙ্কে এফডি করালে আপনি ৫ বছরের জন্য সুদ (FD Interest Rate) পাবেন ৬.২০ শতাংশ হারে এবং ১ বছরের জন্য সুদ পাবেন ৭.১০ শতাংশ হারে।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক


সবশেষে তালিকায় আছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেখানে আপনি যদি ৫ বছরের জন্য স্থায়ী আমানত করেন, আপনি ৬.৫৫ শতাংশ সুদ পাবেন এবং ১ বছরের জন্য সুদের হার ৬.৮ শতাংশ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Best Stock to Buy: ফের দাম বাড়ছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকের, এখন কিনলে লাভ ?