Multibagger Stock: গতকাল থেকেই শুরু হয়েছে দাম বাড়া। পরপর অর্ডার পেয়েছে এই সংস্থা আর তাঁর প্রভাবেই দাম বাড়তে শুরু করেছে এই শেয়ারের। গতকাল ৫ জুন এই শেয়ারের দাম (Multibagger Share) ইন্ট্রাডেতে বেড়ে যায় ৬ শতাংশ। আজও এই দাম (Best Stock to Buy) বাড়ার ধারা অব্যাহত। আজ বেলার দিকে এই শেয়ারের দাম ৭ শতাংশ পর্যন্ত বাড়ে। পরে যদিও তা খানিক কমে ৪.৬৮ শতাংশ বেড়ে বন্ধ হয়। সংস্থার নাম RVNL। এখন কিনলে লাভ হবে এই শেয়ার ?
ভারতীয় রেলওয়ে মন্ত্রকের অধীনে এই পিএসইউ স্টক ভোটের ফলাফলের দিনে বেশ খানিকটা মুখ থুবড়ে পড়েছিল। সেখান থেকে ধীরে ধীরে আবার রিকভারি শুরু করেছে এই সংস্থার শেয়ার। বিগত এক থেকে তিন বছরের হিসেব দেখলে বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক (RVNL Share Price)। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে দেখা যায় আরভিএনএলের দাম ৩৭৮.২৫ টাকায় ট্রেড করছে। অর্থাৎ ৭ শতাংশ বেড়ে গিয়েছিল দাম। জানা গিয়েছে পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশন থেকে সীতারামপুর বাইপাস লাইন নির্মাণের অর্ডার পেয়েছে এই সংস্থা। এই প্রজেক্টটির মোট মূল্য ৩৯০ কোটি টাকার। আগামী ২ বছরের মধ্যেই এই প্রজেক্ট শেষ হবে বলে জানা গিয়েছে।
এছাড়াও বিগত ৩ জুন তারিখে সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে ৪৪০ কোটি টাকার অর্ডারও পেয়েছে আরভিএনএল সংস্থা। স্টক এক্সচেঞ্জে এই অর্ডার প্রাপ্তির কথা একটি ফাইলিংয়ে জানিয়েছে আরভিএনএল সংস্থা। বিগত এক মাসে এই সংস্থার শেয়ার থেকে বিনিয়োগকারীরা ২৪.৩৬ শতাংশ রিটার্ন পেয়েছেন যেখানে এই এক মাসে নিফটি ও সেনসেক্সে যথাক্রমে ০.৬৪ ও ০.৬৮ শতাংশ রিটার্ন এসেছে। বিগত এক বছরে RVNL-এর শেয়ার থেকে ১৯৯.৫৩ শতাংশ রিটার্ন এসেছে। নিফটি ৫০ ও সেনসেক্সের রিটার্নকে ছাপিয়ে গিয়েছে এই সরকারি সংস্থার স্টক। আজকের দিনে ৬ জুন ৪.৬৮ শতাংশ বেড়ে RVNL-এর শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৭০ টাকায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)