Stained Notes: হোলির দিনে রং খেলেছেন সকলেই। আর রং খেলার সময় অসাবধানতায় পকেটে থাকা নোটেও রং লেগে গিয়েছে। ১০০ হোক বা ৫০০ টাকার নোট (Holi Coloured Notes), রং লাগা টাকা অনেক জায়গাতেই নিতে চায় না। পরে সমস্যা হয়। তাহলে এই সব রং লাগা নোট নিয়ে আপনি কী করবেন ? রং লাগলে নোট বাতিল হয়ে যায় ? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক জানেন ?


রঙিন নোট নিয়ে কী করবেন ?


হোলির দিনে আপনি রাস্তায় বেরোলে কেউ গায়ে রং দেবে না তা হতেই পারে না। আর এই রং খেলার সময় অসাবধানতাবশত পকেটে থাকা নোটেও যদি রং লেগে যায়, সেই নোট বাজারে চালাতে খুবই সমস্যায় পড়তে হয়। কাপড়ে রং লাগার সঙ্গে সঙ্গে পকেটে থাকা নোটেও রং লেগে যায়। সেই নোট দোকানদার নিতে অস্বীকার করে এবং অনেকেই মনে করেন এই ধরনের রং লাগা নোট (Holi Coloured Notes) বাজারে অচল ও বাতিল বলে গণ্য হয়। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মে কোনও দোকানদারই রঙিন নোট নিতে অস্বীকার করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্কের নিয়মানুসারে, কোনও নোট যদি জাল না হয় এবং তাঁর বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ মুছে না যায়, তাহলে সেই নোট সমস্ত ব্যাঙ্কে এবং সমস্ত গ্রাহককে নিতে হবে।


পুরনো ছেঁড়া-ফাটা নোট বদল করা যায় ব্যাঙ্কে


নোট বদলের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক দু ধরনের ক্যাটাগরি করেছে- Soiled Notes এবং Mutilated Notes অর্থাৎ নোংরা ময়লা হয়ে যাওয়া নোট (Holi Coloured Notes) এবং বিকৃত নোট। পুরনো ছেঁড়া-ফাটা নোট হলে সেই নোট যে কোনো ব্যাঙ্কে বদলে দেয়। এর জন্য সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হয় না। যে কোনও সরকারি ব্যাঙ্কের শাখায় বা রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে এই ধরনের নোটগুলি ফর্ম পূরণ না করেই বদলে নেওয়া যায়। তবে যে সমস্ত নোটগুলি একেবারেই অচল হওয়ার মত অবস্থায়, কিংবা নোট যা পুড়ে গিয়েছে তা রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসেই শুধুমাত্র বদলে নেওয়া সম্ভব।


নোট বদল করলে কত টাকা পাওয়া যায় ?


এক্ষেত্রে কোনও নোট বদলের সময় তাঁর বিনিময়ে আপনি কত টাকা পাবেন, সেই অঙ্কটা রিজার্ভ ব্যাঙ্কের নিয়মানুসারে ধার্য করা আছে। যদি একটি ২০০ টাকার ছেঁড়া নোট আপনি বদলাতে যান যার মাপ ৭৮ বর্গসেন্টিমিটার, তাহলে তাঁর বিনিময়ে আপনি পুরো ২০০ টাকাই পাবেন। কিন্তু সেই নোটের মাপ যদি ৩৯ বর্গ সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে আপনি পুরো টাকা পাবেন না, বরং অর্ধেক টাকা পাবেন।


আরও পড়ুন: Petrol Diesel Price: দোলের পরে কত হেরফের জ্বালানি তেলের দামে ? শহরে কত হল পেট্রোলের দাম ?