Aadhaar Card: ভোটার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি এখন ভারতে আধার কার্ডও একটি গুরুত্বপূর্ণ আইডেন্টিটি সূচক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন বা চাকরি পরীক্ষার ফর্ম ফিলাপ করুন, আধার নম্বর ছাড়া এক পা'ও চলা মুশকিল। নিজের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে আধার কার্ড তৈরি করেছেন সকলেই। এখন কোনও তথ্য বদলাতে চাইছেন, বা আপডেট করতে চাইছেন আপনি। কোনও আধার সেন্টারে না গিয়ে মোবাইল থেকেই সহজে এই কাজ করা যায় mAadhaar অ্যাপের মাধ্যমে। জানেন কীভাবে?


এক্ষেত্রে আপনার মোবাইল নম্বর আগে থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনি অ্যাপে লগ ইন করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক, সহজে mAadhaar অ্যাপে কীভাবে নিজের আধার প্রোফাইল তৈরি করবেন। যে কোনও স্মার্টফোনে এই অ্যাপে রেজিস্টার করতে চাইলে প্রথমেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে আর সেটি এন্ট্রি করলে তবেই প্রোফাইল তৈরি হবে।


m-Aadhaar অ্যাপে প্রোফাইল তৈরির নিয়ম



  • প্রথমে মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আর তারপর অ্যাপের ভিতরে ঢুকে 'রেজিস্টার আধার' অপশনে ক্লিক করতে হবে।

  • এরপরে ৪ সংখ্যার একটি পিন বা পাসওয়ার্ড আপনাকে লিখতে হবে যা পরে অ্যাপ খোলার সময় চাইবে।

  • তারপরে আপনার আধার নম্বর, ক্যাপচা কোড ঠিকমত বসিয়ে দিলে একটি ওটিপি যাবে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে।

  • সেই ওটিপি বসিয়ে তারপর ক্লিক করতে হবে 'সাবমিট' অপশনে।

  • এই প্রক্রিয়া সম্পূর্ণ সফল হলেই আপনার প্রোফাইল রেজিস্টার হয়ে যাবে অ্যাপে।

  • এরপর 'মাই আধার' অপশনে গিয়ে নির্দিষ্ট পিন নম্বর বসিয়ে এন্টার মারলেই আপনি আপনার নিজের আধার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন ড্যাশবোর্ডে।


m-Aadhaar অ্যাপের সুবিধে



  • এই অ্যাপের সাহায্যে আপনি অফলাইনেও আপনার আধার সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

  • একটি মোবাইল ফোন থেকেই আপনি আপনার পরিবারের সকল সদস্যের আধার সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

  • এর মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই বায়োমেট্রিক আপডেট করতে বা লক করতে পারবেন।

  • m-Aadhaar অ্যাপের মাধ্যমে কোনও পরিষেবাদানকারীকে e-KYC জমা করতে আপনার অসুবিধে হবে না।


কিছুদিন আগেই আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনও ফি না দিয়েই My Aadhaar পোর্টালের মাধ্যমে আধার আপডেট করা যাবে। কর্তৃপক্ষ বলেছে যে চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩ মাসের জন্য অর্থাৎ ১৪ মার্চ, ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: Aadhaar Link: আধার কার্ড লিঙ্ক করানো আদৌ কি নিরাপদ ? কী বলছে আধার কর্তৃপক্ষ