Ration Card: রেশনে কার্ডে (Ration Card) কোনও তথ্য সংশোধন করতে চান? তাহলে এখন আর চিন্তার কোনও কারণ নেই। মাত্র কয়েকটা ক্লিকে আধার নম্বরের (Aadhar Card Number) সাহায্যে আপনি নিজেই রেশন কার্ডের তথ্য পরিবর্তন কিংবা সংশোধন করতে পারবেন (মূলত রেশন দোকান (Ration Shop) পরিবর্তনের কথা বলা হচ্ছে)। সম্প্রতি এক্স (আগে নাম ছিল ট্যুইটার) মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দফতরের তরফে পোস্ট করে বিস্তারিত বিবরণ দিয়ে জানানো হয়েছে যে গ্রাহকদের কী কী করতে হবে। কীভাবে সহজে বাড়ি বসে আপনি রেশন কার্ডে তথ্য সংশোধন করতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক তারই বিভিন্ন পর্যায়।


কী কী করবেন, একনজরে দেখে নিন (পুরো কাজটাই হবে অনলাইনে) 



  • প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • সেখানে গিয়ে দেখতে পাবেন 'সিটিজেন হোম' মেনু। এই অপশনে ক্লিক করতে হবে গ্রাহকদের।

  • এবার আপনার সামনে খুলে যাবে নতুন পেজ। সেখানে থাকবে 'রেশন কার্ড রিলেটেড কর্নার'। এই মেনুতে ক্লিক করতে হবে।

  • এরপর পরবর্তী পেজ আপনার সামনে এলে সেখানে 'সেলফ সার্ভিস থ্রু আধার' এই মেনুতে ক্লিক করতে হবে গ্রাহকদের।

  • এবার পরের পেজে 'চেঞ্জ ইওর এফপিএস' অপশনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে মূলত আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তিত হবে।

  • এরপর আপনার সামনে স্ক্রিনে যে পেজ খুলবে সেখানে রেশন কার্ড নম্বর লেখা একটি বক্স আসবে। সেখানে নিজের রেশন কার্ডের নম্বর লিখে তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।

  • এবার আসবে আধার অনুমোদনের একটি চেক বক্স। সেখানে যদি আপনি টিক মার্ক দেন তাহলে আপনার সামনে আসবে 'সেন্ড ওটিপি' অপশন। এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরে ওটিপি পৌঁছে যাবে। অর্থাৎ রেশন কার্ডের এই পরিবর্তন যা আধার নম্বরের সাহায্যে হবে, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা অতি অবশ্যই প্রয়োজন।

  • আপনার ফোনে একটি ৬ ডিজিটের ওটিপি যাবে। সেটা টাইপ করতে হবে। 

  • এবার আপনার বর্তমান ঠিকানা আপডেট করতে হবে। তারপর আপনি যে রেশন দোকানে যেতে চান সেটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

  • যদি পরিবারের কোনও সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তাহলে একটি নির্দিষ্ট বক্স থাকবে মোবাইল নম্বর লেখার জন্য। সেখানে লিখে দিন মোবাইল নম্বর।

  • পরের পর্যায়ে চেক বক্সে টিক করে তারপর সাবমিট অপশনে ক্লিক করলে গ্রাহক মেসেজ পাবেন 'থ্যাঙ্ক ইউ। ইওর এফপিএস চেঞ্জড সাকসেসফুলি'। অর্থাৎ আপনার রেশন দোকান যে পরিবর্তিত হয়েছে সেটা জানানো হবে। 


 






আরও পড়ুন- এই ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করল আরবিআই, রেজিস্ট্রেশন বাতিল ৪ সংস্থার- কারণ জানেন ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।