Bank Jobs: প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ পার্সোনেল সিলেকশন (IBPS)। সোমবার এই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। ২ অগাস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এই পদগুলিতে। এই পদের জন্য় আবেদন করতে পারবেন ২২ অগাস্ট পর্যন্ত।  সব মিলিয়ে ৬৪৩২টি পদে হবে নিয়োগ।


IBPS PO Recruitment 2022: কোথায় করা যাবে আবেদন ?
ব্যাঙ্কিং পার্সোনালের এই পদগুলিতে আবেদনের জন্য ইনস্টিটিউট অফ পার্সোনেল সিলেকশন (IBPS)-এর  অফিশিয়াল ওয়েবসাইট ibps.in. -এ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। প্রবেশনারি অফিসার ও  ম্যানেজমেন্ট ট্রেনি পদে হবে নিয়োগ। 


IBPS PO Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের ক্ষেত্রে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২ অগাস্ট থেকে।
এই পদগুলিতে নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন  চলবে আগামী ২২ অগাস্ট পর্যন্ত।
IBPS-এর অনলাইনে প্রিলিমস পরীক্ষা হবে চলতি বছরের অক্টোবরে।
পরবর্তীকালে মেইনস পরীক্ষা হবে নভেম্বর মাসে।
সব পর্ব শেষ হয়ে গেলে ডিসেম্বরে প্রকাশিত হবে পরীক্ষার ফল। বাছাই প্রার্থীদের এরপরে নিয়োগ করা হবে।


IBPS PO Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কমপক্ষে স্নাতক হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে চাকরিপ্রার্থীদের। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২০বছর থেকে ৩০ বছরের মধ্য়ে হতে হবে।  অন্যথায় চাকরির জন্য আবেদন করতে পারবেন না আগ্রহীরা। বয়স বাধা হয়ে দাঁড়াবে তাদের ক্ষেত্রে। 


IBPS PO Recruitment 2022: এই বিষয়ে কোনও ধরনের প্রশ্ন থাকলে চাকরিপ্রার্থীরা  www.ibps.in -এ গিয়ে চাকরি সংক্রান্ত আপডেটেড খবর জানতে পারবেন। এখানেই শেষ নয়, ইনস্টিটিউট অফ পার্সোনেল সিলেকশন (IBPS)-এর  চাকরির বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন চাকরিপ্রার্থী। সেখানে প্রতিটি বিষয়ে চাকরিপ্রার্থী তাঁর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মনে রাখবেন, এই আবেদনকারীদের পরীক্ষা হবে পুরোপুরি অনলাইনে। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে চাকরিপ্রার্থীদের। প্রিলি, মেইনসের পরই ফাইনাল নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।