ICICI Bank Golden Years FD: দেরি করলে সুযোগ হারাবেন। আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক হন,তাহলে অবশ্যই নিতে পারেন ব্যাঙ্কের এই বিশেষ FD স্কিম 'Golden Years FD'-র সুবিধা। কারণ আজই সময়সীমা শেষ হতে চলেছে এই স্কিমের৷ করোনা মহামারী চলাকালীন আমানতের ওপর বেশি রিটার্ন দিতে 2020 সালের মে মাসে এই স্কিম চালু করেছিল ব্যাঙ্ক। পরবর্তীকালে এই বিশেষ FD স্কিমের সময়সীমা বহুবার বাড়িয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও আজই এই স্কিমের সময়সীমা শেষ হতে চলেছে। আপনি যদি এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে আপনি আজই গিয়ে এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন।


Fixed Deposit: প্রবীণ নাগরিকরা পাবেন বাড়তি সুবিধা 
ICICI ব্যাঙ্কের গোল্ডেন ইয়ারস এফডি স্কিমে, সিনিয়র সিটিজেনরা সাধারণ প্রবীণ নাগরিকদের FD স্কিমের থেকে 0.10% বেশি সুদের হার পান। এমনিতে প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের তুলনায় 0.50% বেশি সুদ পান। গোল্ডেন স্কিমে প্রবীণ নাগরিকরা FD-তে মোট 0.60% সুবিধা পাবেন।


ICICI Bank Golden Years FD: কত টাকার সুবিধা পাবেন বিনিয়োগকারী ?
প্রবীণ নাগরিকরা এই স্কিমে 5 বছর থেকে 10 বছরের মধ্যে 2 কোটি বা তার কম পরিমাণ টাকা জমা করতে পারবেন। ICICI ব্যাঙ্ক 7 দিন থেকে 5 বছরের FD-তে সাধারণ নাগরিকদের 3% থেকে 6.10% পর্যন্ত সুদের হার দিচ্ছে৷ প্রবীণ নাগরিকদের এই স্কিমে 3.50% থেকে 6.60% পর্যন্ত সুদের হার দেওয়া হচ্ছে৷ ICICI ব্যাঙ্কের গোল্ডেন ইয়ারস এফডি স্কিমে, প্রবীণ নাগরিকরা 5 থেকে 10 বছরের মেয়াদের এফডি-তে 6.60% এর পরিবর্তে 6.60% সুদ পাবেন।


Special FD: ব্যাঙ্ক 2 কোটি টাকার কম FD স্কিমে এই সুদ দিচ্ছে
ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট বলছে, 2022 সালের 30 সেপ্টেম্বর 2 কোটি টাকা পর্যন্ত FD-র সুদের হার পরিবর্তন করা হয়েছে। RBI-এর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পর ব্যাঙ্ক এই পরিবর্তন করেছে। ব্যাঙ্ক 2 কোটি টাকার কম আমানতে সাধারণ নাগরিকদের জন্য 3.00% থেকে 6.00% পর্যন্ত সুদ দিচ্ছে। জেনে নিন, কত দিনের মেয়াদে কত টাকা দিচ্ছে ব্যাঙ্ক।


7 থেকে 14 দিন - 3.00%
15 থেকে 29 দিন-3.00%
30 থেকে 45 দিন - 3.50%
46 থেকে 60 দিন - 3.50%
61 থেকে 90 দিন - 3.50%
91 থেকে 120 দিন - 4.25%
121 থেকে 150 দিন -4.25%
151 থেকে 184 দিন -4.25%
185 দিন থেকে 210 দিন-4.90%
211 দিন থেকে 270 দিন-4.90%
271 দিন থেকে 289 দিন-4.90%
290 দিন থেকে 1 বছরের কম - 4.90%
1 বছর থেকে 389 দিন-5.70%
390 দিন থেকে 15 মাস -5.70%
15 মাস থেকে 18 মাস -5.70%
18 মাস থেকে 2 বছর -5.70%
2 থেকে 3 বছর - 5.80%
3 থেকে 5 বছর - 6.10%
5 থেকে 10 বছর - 6.00%
5 ট্যাক্স সেভার-6.10%


আরও পড়ুন: 7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ-র পর বাড়তে পারে এই ভাতা