নয়াদিল্লি : সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স একধাক্কায় অনেক বাড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল ICICI ব্যাঙ্ক। সেই সমালোচনার মুখে এবার সিদ্ধান্ত বদল করল দেশের অন্যতম বেসরকারি এই ব্যাঙ্ক। নতুন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম Monthly Average Balance ঠিক করা হল এলাকাভিত্তিক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রো ও শহরতলি এলাকার গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ১৫ হাজার টাকা, সেমি আরবান বা মফঃস্বল এলাকায় কাস্টমারদের ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে সাড় ৭ হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় আড়াই হাজার টাকা। আগের নির্দেশিকায় যে পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকা।
ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা ১ অগাস্ট, ২০২৫ থেকে খোলা নতুন সেভিংস অ্যাকাউন্টের জন্য মাসিক গড় ব্যালেন্সের জন্য নতুন প্রয়োজনীয়তা চালু করেছি। আমাদের গ্রাহকদের মূল্যবান প্রতিক্রিয়ার পর, আমরা তাঁদের প্রত্যাশা এবং পছন্দকে আরও ভালভাবে প্রতিফলিত করার জন্য এই প্রয়োজনীয়তাগুলি সংশোধন করেছি।"
১ অগাস্ট বা তার পর যাঁরা সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ হাজার টাকা থাকতেই হবে বলে সম্প্রতি নিদান দেয় ICICI ব্যাঙ্ক। ন্যূনতম ব্যালেন্স না থাকলে, ঘাটতির উপর মোটা টাকা জরিমানার কথাও জানানো হয়। তাদের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। কেউ কেউ ICICI ব্যাঙ্কের বিরুদ্ধে 'ধনীদের ব্যাঙ্ক হওয়ার চেষ্টা'র অভিযোগ তোলেন। ICICI ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে কেউ 'হাস্যকর' বলে উল্লেখ করেন, কেউ আবার বলেন, 'ICICI ব্যাঙ্কের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত এটি'। সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ফেলে রাখার পরিবর্তে অন্যত্র খাটানো ঢের ভাল বলেও মন্তব্য করেন অনেকে। 'হাঙ্গামা' ছবিতে পরেশ রাওয়াল অভিনীত একটি দৃশ্য তুলে ধরেন কেউ কেউ। লেখেন, 'ICICI ব্যাঙ্কে টাকা ফেলে রাখার চেয়ে অন্যত্র ঢালব। অ্যাকাউন্টই বন্ধ করে দেব'। (ICICI Bank Minimum Balance)
ICICI-এর সমালোচনা করে এক নেটিজেন লেখেন, 'মাসে ১ লক্ষ টাকা বেতন পেলেও ICICI ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ফেলে রাখা সম্ভব নয়। কারণ সকলেরই EMI রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, অন্য খরচ-খরচা রয়েছে। আসলে প্রত্যেকটি সংস্থাই মধ্যবিত্তের টাকা লুঠ করতে চাইছে। ওই সব সংস্থা এবং সরকারের কাছে মানুষের অস্তিত্ব হেঁটে বেড়ানো লাশ ছাড়া আর কিছু নয়'।