Youtube Income: আজকের দিনে সারা বিশ্ব জুড়ে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন কনটেন্ট ক্রিয়েটররা। বলা যায় চাকরি, ব্যবসার পাশাপাশি এই ইউটিউবও একটা উপার্জনের বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। আর এখানেই প্রশ্ন ওঠে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনও ব্যক্তিকে যেমন আয়কর জমা দিতে হয়, ইউটিউব থেকে আয় হলে সেক্ষেত্রে কর (Income Tax) দিতে হয় ? কর দিতে হলে তাঁর পরিমাণ কত ? বলাই বাহুল্য, ১৯৬১ সালের আয়কর আইনের আওতায় এই ইউটিউব থেকে আয়ও করযোগ্য বলে বিবেচিত হবে।
ইউটিউব থেকে কীভাবে আয় হয়
ইউটিউব থেকে যে আয় (Income Tax) হয় যে রেভিনিউ আসে তা অনেক কিছুর উপর নির্ভর করে এবং এর অনেকগুলি মাধ্যম আছে।
ইউটিউব অ্যাড রেভিনিউ
অ্যাফিলিয়েট সেলস বা কনটেন্ট থেকে ফ্রিল্যান্স ইনকাম
ভিউ ও এনগেজমেন্টের উপর ভিত্তি করে ইউটিউব থেকে সরাসরি পেমেন্ট
ভিডিও ডিজাইন ও অপটিমাইজেশনের জন্য কনসাল্ট্যান্সি চার্জ
করের আওতায় পড়ে ইউটিবের আয়
মূলত কর জমার ক্ষেত্রে এই ইউটিউবের আয় দুটি ক্যাটাগরিতে পড়তে পারে-
এক) অন্য উৎস থেকে আয়
দুই) ব্যবসা বা পেশা থেকে আয়
আয়কর আইনের আওতায় সাধারণত এই ইউটিউব থেকে আয়কে করযোগ্য ব্যবসা থেকে আয় হিসেবেই ধরা হয়।
১ কোটির কম এবং ১ কোটির বেশি আয়ের ক্ষেত্রে
ইউটিউব থেকে আয়ের (Income Tax) ক্ষেত্রে ১ কোটি টাকার কম আয় হলে বছরে, সেক্ষেত্রে আলাদা করে কোনও অডিট করানোর দরকার পড়ে না। সাধারণ আয়কর জমা দেওয়ার পদ্ধতি মেনেই রিটার্ন ফাইল করতে হয়। তবে ১ কোটি টাকার বেশি আয় হলে রুল ৬এ অনুসারে উপযুক্ত পদ্ধতি মেনে অডিট করানোর দরকার পড়ে। এক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে আয়করের ধারা ৪৪এবি অনুসারে ব্যবসার খরচ ও অন্যান্য ছাড় বাদ দিয়ে করযোগ্য আয় গণনা করা হয়।
জিএসটি ফাইল করতে হবে
কর জমার পাশাপাশি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের ১৮ শতাংশ জিএসটিও দিতে হবে। জিএসটি রেজিস্ট্রেশন ফাইল করতে হবে এবং অ্যাড রেভিনিউর উপর জিএসটি পর্যায়ক্রমে দিতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরেই ২০০ শতাংশ রিটার্ন দিয়েছে টাটার এই স্টক, কেনা ছিল ?