Indian Railway: টিকিট কনফার্ম না হলে ঢোকাই যাবে না প্ল্যাটফর্মে ! দেশের ৬০ স্টেশনের জন্য নয়া নিয়ম আনছে রেল

Indian Railway Crowd Control Plan: ভারতে বেশিরভাগ স্টেশনেই অত্যধিক ভিড় দেখা যায়। বিশেষত উৎসব অনুষ্ঠানের দিনে কিংবা কোনও ছুটির দিনে উপচে পরে ভিড়।

Continues below advertisement

Confirmed Rail Ticket:  ভারতীয় রেলের পক্ষ থেকে বড় পদক্ষেপ। এবার থেকে প্ল্যাটফর্মে ঢোকাই যাবে না কনফার্মড টিকিট না থাকলে ! অর্থাৎ একমাত্র টিকিট কনফার্ম (Rail Ticket Confirm) হয়ে থাকলে, তবেই আপনি কোনও স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন, এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক। দেশের মোট ৬০টি স্টেশনে এই নিয়ম কার্যকর হতে চলেছে। যাত্রী সুরক্ষা (Indian Railway) এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই নিয়ম আনতে চলেছে রেল। বড় বড় শহরের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে খুব শীঘ্রই এই নিয়ম কার্যকর হবে বলেই জানা গিয়েছে।

Continues below advertisement

ভারতে বেশিরভাগ স্টেশনেই অত্যধিক ভিড় দেখা যায়। বিশেষত উৎসব অনুষ্ঠানের দিনে কিংবা কোনও ছুটির দিনে উপচে পরে ভিড়। আর এর মূল কারণ হল বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের সঙ্গে তাদের পরিবারের লোকেরা রেল স্টেশনে তাদের ছাড়তে আসেন আর তাতেই ভিড় বেড়ে যায়। আর এই নয়া নিয়মের অধীনে অযাচিত ভিড় নিয়ন্ত্রণ করা এবং যাত্রীদের আরও আরামে ভ্রমণ করার সুবিধে দেওয়া হবে।

কোন কোন স্টেশনে চালু হবে এই নিয়ম

নয়াদিল্লি রেলস্টেশন (দিল্লি)

ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (মুম্বই)

হাওড়া জংশন (কলকাতা)

চেন্নাই সেন্ট্রাল (চেন্নাই)

বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশন (বেঙ্গালুরু)

আরও বাকি স্টেশনের নাম এই তালিকায় যুক্ত হবে পরে মূলত ভিড় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুসারে। এই নিয়মে যদিও সাময়িকভাবে কিছু অসুবিধের সৃষ্টি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা বৃদ্ধি করবে। যাত্রীদের এই কারণে অনুরোধ করা হয়েছে যাতে তারা আগে থেকে টিকিট বুকিং করে রাখেন এবং স্টেশনে আসার আগে যাচাই করে নেন যে তাদের টিকিট বুকিং কনফার্ম হয়েছে কিনা। জানা গিয়েছে এই স্টেশনগুলির বাইরে ওয়েটিং রুমের ব্যবস্থা করা হবে, নির্দিষ্ট ট্রেন স্টেশনে আসার আগেই কেবল সেই ট্রেনের সংশ্লিষ্ট যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।  

এই নতুন নীতির লক্ষ্য হল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে অতিরিক্ত ভিড় বন্ধ করা, বিশেষ করে ব্যস্ত মরশুমে। আর এর মাধ্যমেই ভারতীয় রেলের তরফে দেশের ৬০টি শীর্ষস্থানীয় রেলওয়ে স্টেশনে কনফার্মড টিকিটধারী যাত্রীদের প্রবেশই কেবল অনুমোদিত হবে, বেঙ্গালুরুতেও এই নিয়ম শীঘ্রই চালু হতে চলেছে।

আরও পড়ুন: Loan Scam: '৩০ হাজারের ঋণ মঞ্জুর...', এক ফোনেই আপনার নামে লক্ষ লক্ষ টাকার ঋণ তুলে নেবে জালিয়াতরা; বাঁচতে মানুন এই ৫ উপায়

Continues below advertisement
Sponsored Links by Taboola