Personal Loan Scam: ঋণ নেওয়ার প্রস্তাব নিয়ে ফোন এবং সেই ফোন থেকেই বড়সড় জালিয়াতি হয়ে যায়। ৩০ হাজারের ঋণ দেওয়ার নামে ১.৩ লক্ষ টাকা ব্যক্তির নামে ঋণ নিয়ে ফেরার হয় জালিয়াতরা। বিহারে সম্প্রতি ঘটেছে এই ঘটনাটি। উদ্যোগ বিহার সংবাদপত্রের একটি বিজ্ঞাপনে ঋণ দেওয়ার ব্যাপারে বার্তা দেখে এই ব্যক্তি নিজেই যোগাযোগ করেছিলেন (Loan Scam) সংস্থার সঙ্গে। আর তারপরে ব্যক্তিকে ফাঁদে ফেলে তার নামে ১.৩ লক্ষ টাকার ঋণ (Personal Loan Scam) তুলে নেয় জালিয়াতরা। গুরুগ্রাম থেকে দুই প্রতারককে এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে।


এই প্রতারকরা সেই ব্যক্তিকে বুঝিয়েছিলেন যে তিনি ৩০ হাজার টাকার ঋণের জন্য যোগ্য। কিন্তু তাঁকে বলা হয় যে কিছু টাকা কেটে নেওয়া হবে ফি হিসেবে, তারপর তাঁকে ২৮ হাজার টাকা দেওয়া হবে হাতে। আর এই জালিয়াতরা সেই ব্যক্তির (Personal Loan Scam) থেকে তার ব্যক্তিগত ও ব্যাঙ্কিংয়ের তথ্য জেনে নেয়। কিন্তু তাঁকে ২৮ হাজার টাকা দেওয়ার বদলে মাত্র ২০ হাজার টাকা দেয় এই প্রতারকরা। আর তারপরেই সুযোগ বুঝে আরও বড় অঙ্কের টাকা তার নামে ঋণ মঞ্জুর করিয়ে নেয়।


২৫ ফেব্রুয়ারি নাগাদ এই ব্যক্তির কাছে বিভিন্ন ব্যাঙ্ক থেকে ফোন আসতে শুরু করে এবং তাঁকে ১.৩ লক্ষ টাকার ঋণ মিটিয়ে দেওয়ার জন্য বলতে থাকে। অর্থাৎ তিনি বুঝতে পারেন যে তাঁকে না জানিয়েই এই প্রতারকরা তার নামে ঋণ তুলে নিয়েছে। ১৬ ফেব্রুয়ারি এই দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থেকে ২৭০০ টাকা এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।


ঋণের জালিয়াতি থেকে কীভাবে বাঁচবেন


এই ধরনের জালিয়াতির ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। এখানে কিছু সহজ ব্যবস্থা রয়েছে যা মেনে চললে আপনি এই ধরনের বড় জালিয়াতির হাত থেকে বাঁচতে পারেন। কোনও ঋণদাতার সঙ্গে চুক্তি করার আগে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করে নিন এবং গ্রাহকদের জন্য রাখা অফারগুলি দেখুন ভাল করে। এই ধরনের প্রতারকরা প্রায়ই সমাজমাধ্যমের পোস্ট এবং ফোন কলের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে। আকর্ষণীয় অফার কোনও তদন্ত অনুসন্ধান ছাড়া গ্রহণ করা যাবে না।


এক্ষেত্রে যদি কোনও ঋণদাতা ঋণ অনুমোদনের আগে ফি চান, তাহলেই সতর্ক হোন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, প্যান নম্বর কিংবা আধার কার্ডের নম্বর ইত্যাদি কোনও অজানা অচেনা ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না। কোনও রকম সন্দেহজনক কিছু মনে হলে তৎক্ষণাৎ তা জানাতে হবে সাইবার সেলে।


আরও পড়ুন: Home Loan: কম সুদের হার, আয়করে ছাড়- হোম লোনে আরও কী কী সুবিধে মহিলাদের ? জানুন বিস্তারিত