Kite Flying  Rules:  অনেকেই এই বিষয়ে জানি না আমরা। ঘুড়ি ওড়ানোরও (Kite Flying Tips) রয়েছে আইন। এরজন্য নিতে হয় অনুমতি। ভুল করে ঘুড়ি নির্ধারিত সীমা পেরোলেই সাজা হতে পারে আপানার। জানেন , এই বিষয়ে রয়েছে কী আইন।


এখনও এই রীতি রয়েছে
আমরা অনেকেই ঘুড়ি ওড়াতে ভালবাসি। বাড়ির ছাদে হালকা হাওয়ায় ঘুড়ির সুতোয় টান দেননি এরকম কম লোক আছে। যদিও আজকের জেট গতির যুগে এইসব ভুলে গিয়েছে নবপ্রজন্ম।   অতীতে ভারতে সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়ানোর রীতি বেশ পুরনো। এই সময় ছাড়া ১৫ অগাস্টেও ভারতে প্রচুর ঘুড়ি ওড়ানো হয়।


 ঘুড়ি ওড়ানোর উৎসবকে আনন্দের প্রতীক হিসাবে ধরা হয়
 ভারতে ঘুড়ি ওড়ানোকে সুখের প্রতীক মনে করা হয়। সেই কারণে সারা দেশে মানুষ মকর সংক্রান্তি ও ১৫ অগাস্ট ছাড়াও পূর্ব ভারতে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ায়। আপনি কি জানেন, এই ঘুড়ি ওড়ানোই আপনাকে জেলে পাঠাতে পারে। আপনি নিশ্চয়ই ভাবছেন, এটা কীভাবে সম্ভব। ঘুড়ি ওড়ানোর জন্য আপনাকে জেলেও যেতে হতে পারে। ভারতে ঘুড়ি ওড়ানোর জন্য যথাযথ আইন রয়েছে। জেনে নিন, কী কী নিয়ম রয়েছে।


ঘুড়ি ওড়ানো কি বেআইনি?
ছোটবেলা থেকেই কারও কারও ঘুড়ি ওড়ানোর শখ থাকে। কেউ কেউ সুযোগ পেলেই প্রচুর ঘুড়ি ওড়ায়। উদাহরণস্বরূপ, মকর সংক্রান্তিতে আপনি অবশ্যই আপনার চারপাশে অনেক লোককে ঘুড়ি ওড়াতে দেখেছেন। ১৫ অগাস্ট উপলক্ষেও দেশের বিভিন্ন শহরে সবাই প্রচুর ঘুড়ি ওড়ায়। নয়াদিল্লিতেও ১৫ অগাস্ট সকালে আকাশ ঘুড়িতে ভরে যায়। কিন্তু আপনি কি জানেন, এটা বেআইনি? এর জন্য জেলেও যেতে পারেন।


এখান থেকে অনুমতি নিতে হবে
মনে রাখবেন, দেশে ভারতীয় বিমান চলাচল আইন ১৯৩৪-এর ১১ ধারা অনুসারে, যদি কোনও ব্যক্তি ৬০ মিটার উচ্চতা অর্থাৎ ২০০ ফুটের ওপরে ঘুড়ি ওড়ায়, তবে তার জন্য অসামরিক বিমান চলাচলের ডিরেক্টরের কাছ থেকে অনুমতি নিতে হবে। ডিজিসিএ দেয় এই অনুমতি। পারমিশন ছাড়া এই উচ্চতায় একটি ঘুড়ি ওড়ানো হলে জেলে যেতে হতে পারে। এই নিয়ম লঙ্ঘন করলে ২ বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।


এসব এলাকায় ঘুড়ি ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ
শুধু তাই নয়, কিছু স্পর্শকাতর এলাকায় ঘুড়ি ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ। এতে বিমান দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই ওইসব এলাকায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ।


Drunk And Drive : মদ্যপান করে গাড়ি চালালে কোন কাজ করতে পারে না পুলিশ, সাজা ছাড়াও হতে পারে জরিমানা