Fixed Deposit Tips: বিনিয়োগকারীদের জন্য আজও সেরা লগ্নির জায়গার মধ্যে অন্যতম Fixed Deposit(FD) বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ ও নির্দিষ্ট রিটার্ন পেতে FD-তে বিনিয়োগ করতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। তবে বেশি লাভের মুখ দেখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। জেনে নিন, FD করার আগে কী জানতে হবে আপনাকে।


Fixed Deposit tenure: মেয়াদের সময়কাল
এফডিতে বিনিয়োগ করার আগে তার মেয়াদ সম্পর্কে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে টাকা কাটা যাবে। এতে আমানতের ওপর অর্জিত মোট সুদ কমাতে পারে।


Fixed Deposit Tips: কখনোই বড় লগ্নির ক্ষেত্রে কেবল একটি এফডিতে অর্থ বিনিয়োগ করবেন না। আপনি যদি এফডিতে 5 লাখ টাকা বিনিয়োগ করতে চান, তাহলে একাধিক ব্যাঙ্কে 1 লাখের পাঁচটি এফডি করুন।এতে আপনার অর্থের প্রয়োজন হলে আপনি মেয়াদ শেষের আগে একটি এফডি ভাঙতে পারেন। এতে আপনার(Fixed Deposit) বাকি এফডিগুলি নিরাপদ থাকবে।


Tax on interest earned on FD:
এফডি থেকে অর্জিত সুদ আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য।যদি একটি আর্থিক বছরে এফডিতে অর্জিত সুদ 10,000 টাকার বেশি হয়, তাহলেই টিডিএস কাটা যায়। এটি মোট অর্জিত সুদের 10% হবে। প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা ৫০ হাজার টাকা।যদি আপনার আয় করযোগ্য সীমার নিচে হয়, তাহলে ফর্ম 15G ও ফর্ম 15H ব্যাঙ্কে জমা দেওয়া যেতে পারে। এরফলে FD-তে TDS কাটা যাবে না।


Fixed Deposit Interest: ব্যাঙ্কগুলি আগে ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে সুদ তোলার অপশন দিত।কিছু ব্যাঙ্ক এখন মাসিক টাকা তোলার সুবিধা দিচ্ছে। বিনিয়োগের আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে লগ্নিকারীর। সম্প্রতি বেশকিছু ব্যাঙ্ক নতুন করে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্য়ে রয়েছে HDFC ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক আপনার জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে৷ এইচডিএফসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। নতুন সুদের হার ১ ডিসেম্বর, ২০২১ থেকে কার্যকর হয়েছে। সেই অনুযায়ী গ্রাহকরা


১ বছর ১ দিন থেকে ২ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন - ৫ শতাংশ 
২ বছর ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন- ৫.১৫ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন- ৫.৩৫ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে পাবেন- ৫.৫ শতাংশ


আরও পড়ুন: Life certificate Update: লাইফ সার্টিফিকেট জমার সময় বাড়ল, পেনশন হোল্ডারদের জন্য সুখবর !