Life certificate submission deadline : life certificate Update: পেনশন(Pension)প্রাপকদের জন্য সুখবর ! এবার লাইফ সার্টিফিকেট (Life Certificate) বা জীবন (Jeevan Pramaan Patra)প্রমাণপত্র জমা দেওয়ার সময় বাড়ল আরও এক মাস। সম্প্রতি এই ঘোষণা করেছে 'ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনারস ওয়েলফেয়ার'।
Life certificate submission deadline: সরকারের তরফে জানানো হয়েছে, কোভিডকালে (Covid-19) বাড়ির বাইরে যেতে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়েছে প্রবীণ নাগরিকদের (Senior Citizen)। সেই কথা মাথায় রেখেই লাইফ সার্টিফিকেট জমার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এবার এই জীবন প্রমাণপত্র(Jeevan Pramaan Patra) জমা দিতে হবে পেনশন প্রাপকদের। নিয়ম অনুসারে ৩০ নভেম্বরের মধ্যে এই শংসাপত্র জমা দিতে হয় পেনশনপ্রাপকদের।
Jeevan Pramaan Patra Update : বেঁচে থাকার প্রমাণ হিসাবে প্রতি বছরই এই শংসাপত্র জমা দিতে হয় পেনশন হোল্ডারদের। ৩০ নভেম্বরের মধ্যে এই লাইফ সার্টিফিকেট জমার নিয়ম রয়েছে সরকারের। ইতিমধ্যেই Jeevan Pramaan Patra জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে সরকার। ১ অক্টোবর থেকে ৮০ ঊর্ধ্বের ব্যক্তিদের এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ নভেম্বর থেকে অনূর্ধ্ব ৮০-র ব্যক্তিদের এই সুযোগ করে দিয়েছে সরকার।এবার পেনশনারদের স্বার্থে সেই সময় আরও বাড়িয়ে দেওয়া হল।
প্রত্যেক পেনশন হোল্ডারের ক্ষেত্রে জীবন প্রমাণপত্র একটা গুরুত্বপূর্ণ নথি। পেনশন হোল্ডাররা বেঁচে আছেন কিনা জানতেই প্রতি বছর এই প্রামাণ্য নথি জমা করতে হয় সরকারের ঘরে। পেনশন ডিস্ট্রিবিউটর এজেন্সি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কাছে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। যা থেকে প্রমাণিত হয়, মরে যাওয়ার পর কোনও ব্যক্তিকে পেনশন দেওয়া হচ্ছে কি না। কিছুদিন আগেই বাড়িতে বসেই ভিডিয়ো কলে লাইফ সার্টিফিকেট জমার সুবিধা করে দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)।
আরও পড়ুন: SBI Customer Alert: গ্রাহক ঠকাতে নতুন ফাঁদ, এই কল থেকে সতর্ক থাকুন