LIC Share Price: শুরু থেকেই নেতিবাচক ফল দিচ্ছে LIC-র শেয়ার। এবার শেয়ার বাজারে পতনের সঙ্গে সঙ্গে রেকর্ড পতন দেখা গেল স্টকে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের 700 টাকার লক-ইন পিরিয়ড শেষে এলআইসির স্টক প্রথমবারের জন্য 3 শতাংশেরও বেশি কমে গিয়েছে। এলআইসি-র শেয়ার এখন 682 টাকা কমে গিয়েছে। বর্তমানে স্টক 2.95 শতাংশ নিচে 288 টাকা কমেছে। পরিসংখ্যান বলছে, এলআইসির স্টক তার আইপিওর দাম থেকে 27.50 শতাংশেরও বেশি 260 টাকার বেশি কমেছে।
LIC Share Update: এলআইসির শেয়ার কেন কমল ?
LIC-র IPO- তে অ্যাঙ্কর ইনভেস্টারদের লক ইন পিরিয়ড শেষ হওয়ার কারণেই এই স্টকের এই হাল বলে ধরা হচ্ছে। বেশি ক্ষতির সম্মুখীন হলেও এতদিন স্টক বিক্রি করতে পারছিলেন না অ্যাঙ্কর ইনভেস্টাররা। এবার তারা তড়িতড়ি এই স্টক বিক্রি করায় স্টকের প্রাইস কমছে। সেই কারণে চাপের মুখে এলআইসির শেয়ার 700 টাকার নিচে নেমে গেছে।
LIC Share Price: আইপিও মূল্যের ২৮ শতাংশ কম
তালিকাভুক্তির পর গত 20 ট্রেডিং সেশনে এলআইসির স্টক 28 শতাংশ কমে গেছে। এলআইসির আইপিওর ইস্যু মূল্য 949 টাকা নির্ধারণ
করা হয়েছিল। এখন স্টক ইস্যু মূল্য থেকে 267 টাকা নিচে চলে গিয়েছে।
LIC Share Update: বিনিয়োগকারীদের জন্য 1.64 লক্ষ কোটি টাকার ক্ষতি
এলআইসির শেয়ারের পতনে বড় ধাক্কা খেয়েছেন বিনিয়োগকারীরা। আইপিওতে বিনিয়োগকারী খুচরো ক্রেতারা আরও বেশি ধাক্কা খেয়েছেন। এলআইসির মার্কেট ক্যাপ নেমে এসেছে 34.34 লাখ কোটি টাকাতে। যেখানে আইপিও মূল্য অনুযায়ী এলআইসির বাজার মূলধন অনুমান করা হয়েছিল 6 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এখন বিনিয়োগকারীদের 1.64 লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। দালাল স্ট্রিটের সাম্প্রতিক অতীত বলছে, LIC IPO নিয়ে কৌতূহলের শেষ ছিল না বিনিয়োগকারীদের মধ্যে। যদিও শেষপর্যন্ত বাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই হতাশার মুখ দেখতে হচ্ছে তাদের।
আরও পড়ুন : EPFO Update: চাকরিজীবীদের জন্য সুখবর ! শীঘ্রই অ্যাকাউন্টে আসবে এই টাকা