​​BHEL Recruitment 2022: ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (​​BHEL) বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদে লোক নিয়োগ করবে এই নামী কোম্পানি। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


​​BHEL Recruitment 2022: জেনে নিন আবেদনের শেষ তারিখ
ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডে এই নিয়োগ প্রক্রিয়ায় মোট 8টি পদে কর্মী নেওয়া হবে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ 21 জুন 2022 নির্ধারণ করা হয়েছে। এই নিয়োগের আবেদন করার জন্য প্রার্থীকে bhel.com  এ ভারত ভারী ইলেকট্রিক্যালস লিমিটেডের অফিশিয়াল সাইটে যোগাযোগ করতে হবে। এই নিয়োগের আবেদনের প্রক্রিয়া 7 জুন থেকে শুরু হয়েছে। অনলাইন আবেদন ফর্মের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ 24 জুন।


BHEL Recruitment 2022: শূন্যপদের বিবরণ


এই নিয়োগের মাধ্যমে, ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার উভয় মিলিয়ে BHEL- এ আটটি পদে নিয়োগ করা হবে।


BHEL Recruitment 2022: এখানে আবেদন করুন


এই নিয়োগ অভিযানের অধীনে ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর বাইরে প্রার্থীকে কমপক্ষে 60 শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং / প্রযুক্তিতে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অন্যদিকে,সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে একটি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 45 বছরের বেশি হওয়া উচিত নয়।


BHEL Recruitment 2022: বেতন কাঠামো
এই নিয়োগের অধীনে ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 78,000 টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি সুপারভাইজার পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 43,550 টাকা বেতন পাবেন। 


​আরও পড়ুন : WBPDCL Recruitment 2022:​ রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে হচ্ছে নিয়োগ, আবেদনের শেষ তারিখ জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI