Money Fraud: আপনার পরিচয় ভাঙিয়ে ঋণ নিচ্ছে প্রতারকরা। হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে গ্রাহকের প্যান কার্ড। একটি নির্দিষ্ট অ্যাপ ঘিরে শুরু হয়েছে হইচই।


Dhani app loans: কয়েকদিন আগেই প্যানকার্ড ঘিরে প্রতারণার অভিযোগ করেন বিগ বস খ্যাত সানি লিওনি। ট্যুইটারে বলি তারকা জানান, তাঁর প্যান কার্ডের গোপন তথ্য দেখিয়ে ২০০০ টাকা ঋণ নিয়েছে জালিয়াতরা। যাতে তাঁর সিবিল স্কোর খারাপ হয়েছে। দেখা যায়, তারকার এই ট্যুইটের পরই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বহু ট্যুইট শুরু হয়। অনেকেই জানান, তাদের সঙ্গে এই একই ধরনের ঘটনা ঘটেছে। নাম ভাঙিয়ে ধনি অ্যাপ (Dhani app) থেকে এই লোন নিচ্ছে প্রতারকরা।


Money Fraud: ইতিমধ্যেই ধনী অ্যাপের কাছে এই বিষয়ে অভিযোগ আসা শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। এর ওপর কাজ শুরু করে দিয়েছেন তারা। যদিও সংস্থার এই বক্তব্যের পরও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের মতে, অ্যাপ কর্তৃপক্ষের খামতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। যার ফলে ঋণের টাকা শোধ না করায় সিবিল স্কোর খারাপ হয়ে যাচ্ছে বেশিরভাগের। 


অনলাইনে প্রতারিত এক গ্রাহক জানিয়েছেন, তিনি এই বিষয়ে অভিযোগ দায়ের করতে কোম্পানির অফিসে গিয়েছিলেন। সেখানে ধনী অ্যাপের তরফে বলা হয়েছ, বিষয়টি টেকনিক্যাল টিমের কাছে পাঠানো হয়েছে। ওই সিকিউরিটি টেক টিম এর জন্য আরও ১৫ দিন সময় নেবে। যদিও অভিযোগকারীর আশঙ্কা, এরই মধ্যে ঋণের টাকা আদায়ের জন্য এজেন্টরা তাকে ফোন করা শুরু করবে। 


Dhani app loans: শোনা যাচ্ছে, দেশের বহু জায়গায় Dhani app-কে কেন্দ্র করে গ্রাহকরা এই অনলাইনে ঋণ প্রতারণার শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, বিষয়টি নিয়ে credit bureau সঙ্গে কথা বলবে ধনী অ্যাপ লোনস কোম্পানি। প্রতারিতদের ক্রেডিট স্কোর ফিরিয়ে দেওয়ার দাবি করবেন তারা।


Money Fraud: চলতি সপ্তাহের শুরুতে এই সমস্যাটি প্রথম প্রকাশ্যে আসে। ইউজাররা জানান, তাদের PAN ডেটা দিয়ে অ্যাপ থেকে ঋণ নেওয়া হচ্ছে। ঋণের টাকা না দেওয়ায় তাদের অনেকের ক্রেডিট স্কোর প্রভাবিত হয়েছে।ধনী একটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ঋণ প্রদানকারী অ্যাপ। ধনী লোন অ্যান্ড সার্ভিসেস আগে ইন্ডিয়াবুলস কনজ্যুমার ফাইন্যান্স লিমিটেড নামে পরিচিত ছিল। যার নন-ডিপোজিটরি এনবিএফসি হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেজিস্টার্ড কোম্পানি।