LPG Subsidy Update: সবার ক্ষেত্রে পাওয়া যাবে না এই সুবিধা। কেবল সীমিত সুবিধাভোগীদের জন্য LPG-তে ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার। বাকি ব্যবহারকারীদের বাজার মূল্যেই কিনতে হবে রান্নার গ্যাস। সম্প্রতি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি নিয়ে সংশয় দূর করতে এই মন্তব্য করেন তেল সচিব পঙ্কজ জৈন।


LPG Subsidy Rule Change: ভর্তুকি নিয়ে কী বলছে সরকার ?
রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে জৈন বলেন, ''২০২০ সালের জুন থেকে রান্নার গ্যাসে কোনও ভর্তুকি দেওয়া হয় না। তবে মার্চ মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে ভর্তুকির বিষয়ে ঘোষণা করেছিলেন, তা এখনও কার্যকর রয়েছে।''


LPG Subsidy Update: এলপিজি ভর্তুকি কে পাবে ?


রান্নার গ্যাসের এলপিজি ভর্তুকি কেবল ৯ কোটি দরিদ্র মহিলা ও অন্যান্য সুবিধাভোগীদের জন্যই দেওয়া হয়। যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের সংযোগ পেয়েছিলেন তারাই এলপিজি ভর্তুকি পান।কোভিডের প্রথম দিন থেকে এলপিজি ব্যবহারকারীদের জন্য কোনও ভর্তুকি ছিল না। এখনও কেবল উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য এই ভর্তুকি চালু রয়েছে। অন্তত তেমনই জানিয়েছেন কেন্দ্রের তেল সচিব। 


LPG Subsidy: ভর্তুকি নিয়ে কী বলেছিলেন অর্থমন্ত্রী ?
সম্প্রতি, ভর্তুকির সিদ্ধান্ত ঘোষণা করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি ট্যুইট করেন। যেখানে তিনি বলেন, "আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ৯ কোটি সুবিধাভোগীদের প্রতি গ্যাস সিলিন্ডার (12 সিলিন্ডার পর্যন্ত) 200 টাকা ভর্তুকি দেব। এটি আমাদের মা ও বোনদের সাহায্য করবে। এতে বছরে প্রায় 6,100 কোটি টাকা লাগবে। "


Pradhan Mantri Ujjwala Yojana: গ্রামীণ ও বঞ্চিত পরিবারের জন্য সমস্যহীন রান্নার জন্য এলপিজির ব্যবস্তা করে সরকার। অন্যথায় কয়লা, গোবরের মতো রান্নার জ্বালানি ব্যবহার করা কঠিন হচ্ছিল দরিদ্র শ্রেণির। সেই লক্ষ্যে এই প্রকল্পটি মে 2016 সালে চালু করা হয়েছিল। আগের প্রথাগত রান্নার জ্বালানির ব্যবহার গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলছিল দেখেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যবস্থা করে সরকার । পিএমইউওয়াই এর ওয়েবসাইট অনুসারে, এই প্রকল্পের আওতায় 9.17 কোটিরও বেশি এলপিজি সংযোগ দিয়েছে সরকার। যেখানে দেশে প্রায় 30.5 কোটি এলপিজি সংযোগ রয়েছে।


LPG Subsidy Rule Change: কারা পাবেন এই সুবিধা ?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় এলপিজি সংযোগ পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে এসসি পরিবার, এসটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার লোকজন (গ্রামীণ), সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণি, অন্তোদয় ন্ন যোজনা (এএওয়াই), চা ও প্রাক্তন চা বাগান উপজাতি, বনের বাসিন্দা, দ্বীপ ও নদীদ্বীপে বসবাসকারী মানুষ, SECC পরিবার (AHL TIN), 14-দফা ঘোষণা অনুযায়ী দরিদ্র পরিবার। তবে এই যোজনার সুবিধা পেতে আবেদনকারীর বয়স 18 বছর হতে হবে। একই পরিবারের অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে নাগরিক সেই সুবিধা পাবেন না।


LPG Subsidy Update: আপনি কতটা ভর্তুকি পাবেন ?


সর্বশেষ সরকারি সিদ্ধান্তের পরে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য প্রতি সিলিন্ডার 200 টাকা ভর্তুকি দেয় সরকার। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। এই যোজনার আওতায় তাদের জন্য 14.2-কেজি সিলিন্ডারের দাম পড়ে 803 টাকা।


আরও পড়ুন : EPFO Update: আরও কমল ইপিএফ-এ সুদের হার, কত হল জানেন ?