Bank Holidays List: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তার আগেই আগামী মাসের ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করল RBI। রিজার্ভ ব্যাঙ্ক্ অফ ইন্ডিয়া (Reserve Bank of India)জানিয়েছে, মার্চে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মনে রাখবেন, এই ছুটির মধ্যে শনি ও রবিবারের ছুটিও ধরা হয়েছে।
Bank Holiday March: লম্বা ছুটির লাইন রয়েছে মার্চ মাসে(March bank holidays 2022)। তাই আগামী মাসে যদি আপনার ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে আগেভাগেই দেখে নিন এই তালিকা। মার্চে শিবরাত্রি, হোলির মতো অনেক উত্সব রয়েছে। যে কারণে আগামী মাসে পুরো ১৩ দিন ব্যাঙ্কগুলিতে কোনও কাজ হবে না।
Bank Holidays List: ১৩ দিনের ছুটি
এই ব্যাঙ্কের ছুটির তালিকা RBI জারি করেছে। যাতে সব মাসের ছুটির বিবরণ দেওয়া হয়েছে। মার্চ মাসে ১৩ দিনের ছুটির মধ্যে ৪টি রবিবারও ধরা হয়েছে। এ ছাড়াও রাজ্যভিত্তিক এই ছুটি দেওয়া হয়েছে।
মার্চ মাসের ছুটির তালিকা
1 মার্চ মহাশিবরাত্রির কারণে আগরতলা, আইজল, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়াদিল্লি, পানাজি, পাটনা ও শিলংয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
3 মার্চ লোসারের কারণে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
4 মার্চ চাপচার কুটের কারণে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
6 মার্চ রবিবারের কারণে সাপ্তাহিক ছুটি।
12 মার্চ শনিবার অর্থাৎ মাসের দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
13 মার্চ রবিবারের কারণে ব্যাঙ্কে কোনও কাজ থাকবে না।
17 মার্চ হোলিকা দহনের কারণে দেরাদুন, কানপুর, লখনউ ও রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
18 মার্চ হোলি/ধুলেতি/দোল যাত্রার কারণে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কলকাতা ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
19 মার্চ হোলি / ইয়াওসাং এর কারণে ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
20 মার্চ একটি রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ।
22 মার্চ বিহার দিবসের কারণে পাটনায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
26 মার্চ শনিবার মাসের চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ।
27 মার্চ রবিবারের কারণে ব্যাঙ্কগুলিতে কাজ হবে না।