Married Women: আগামী ৮ তারিখ সারা দেশ জুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস আর তার আগে জেনে নেওয়া জরুরি এদেশে নারীদের জন্য ঠিক কী কী গুরুত্বপূর্ণ আইনি অধিকার রয়েছে। দেশের আইনে নারীদের সুরক্ষা নিশ্চিত (Women Rights) করতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে এবং বিশেষত বিবাহিত মহিলাদের জন্যও রয়েছে আইনি অধিকার। দেশে বিবাহিত মহিলারা (Legal Rights) নানারকমের যন্ত্রণা ভোগ করেন আর তাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতেই আইনি অধিকার সুরক্ষা রয়েছে।
মহিলাদের দেওয়া হয়েছে এই আইনি অধিকার
বিবাহের মাধ্যমে শুধু যে দুটি মানুষ একসূত্রের বন্ধনে আবদ্ধ হয় তাই নয়, দুটি আলাদা পরিবারের বন্ধনেও বাঁধা পড়ে। এমন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে মহিলাদের বিবাহের পরে নানা দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। আপনিও যদি তাদের একজন হন, তাহলে আপনার জন্য ভারতের আইন সম্পর্কে জেনে রাখা জরুরি। আইনি অধিকারের জ্ঞানই একমাত্র নারীর ক্ষমতায়ন ঘটাতে পারে।
বিচ্ছেদের অধিকার
১৯৯৫ সালের হিন্দু বিবাহ আইন ১৩ নং ধারা অনুযায়ী একজন মহিলা চাইলে নিজের মতামতের ভিত্তিতে তার স্বামীর থেকে বিচ্ছেদ চাইতে পারেন, এক্ষেত্রে তার স্বামীর মতামত নেওয়ার কোনও দরকার নেই। যদি তার স্বামী অবিশ্বস্ত হন, নিষ্ঠুর এবং দুশ্চরিত্রের হন, স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করেন তাহলে সেই স্বামীর বিরুদ্ধে মহিলারা মামলা দায়ের করতে পারেন। এমনকী তার থেকে ভরণপোষণের খরচও দাবি করতে পারেন। ভারতীয় দণ্ডবিধির ১২৫ ধারা অনুসারে একজন স্ত্রী তার এবং তার সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ভরণপোষণের খরচ চাইতে পারেন, তবে এক্ষেত্রে তার স্বামীর আয় স্ত্রীর তুলনায় বেশি হতে হবে।
আর কী অধিকার
১৯৫৬ সালের হিন্দু সাকসেশন অ্যাক্টের ১৪ নং ধারা এবং ১৯৫৫ সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টের ২৭ নং ধারা অনুসারে স্ত্রী তার স্বামীর কাছ থেকে মালিকানার অধিকার চাইতে পারেন যাকে বলা হয় 'স্ত্রী ধন'। এই আইনের অধীনে একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে ১৯ নং ধারার অধীনে মামলা দায়ের করতে পারেন 'দ্য প্রোটেকশন অফ ওমেন এগেইনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট' অনুসারে। এছাড়া বিচ্ছেদের সময় সন্তানের দায়িত্বভার নেওয়ার ক্ষেত্রে মহিলাদের প্রাধান্য রয়েছে, সন্তানের বয়স ৫ বছরের কম হলে তার দায়িত্ব নেওয়ার পূর্ণ অধিকার দাবি করতে পারেন বিবাহিত নারীরা।
গর্ভপাতের অধিকার, সম্পত্তির অধিকার
একজন নারীর নিজের ইচ্ছায় গর্ভপাত করার পূর্ণ অধিকার রয়েছে। এই জন্য তাঁকে তার স্বামীর কাছ থেকে অনুমতি বা সম্মতি গ্রহণ করতে হবে না। ১৯৭১ সালের মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইন অনুসারে যে কোনো সময় একজন মহিলা তার গর্ভের সন্তান নষ্ট করতে পারেন। তবে এক্ষেত্রে সেই ভ্রুণের বয়স ২৪ সপ্তাহের কম হতে হবে। ২০০৫ সালে হিন্দু সাকসেশন অ্যাক্ট ১৯৫৬*র কিছু সংশোধন করা হয় এবং এই সংশোধনীতে বলা হয় একজন কন্যা তিনি বিবাহিত হোন বা অবিবাহিত, তার পিতার সম্পত্তির উপর সমান অধিকার দাবি করতে পারেন। আর এই আইনি অধিকারবলে মহিলারা চাইলে তার প্রাক্তন স্বামীর সম্পত্তির উপরেও অধিকার স্বত্ব আরোপ করতে পারেন।
আরও পড়ুন: Electric Flying Car: আকাশে উড়ছে ৪ চাকার গাড়ি ! অনায়াসে কাটবে যানজট, অবাক করা ভিডিয়ো ভাইরাল