Motor Vehicle Act : বাইক (Bike) বা স্কুটার (Scooter) চালাতে গিয়ে এই ভুল করলে বড় জরিমানা দিতে হতে পারে আপনাকে। তাই দু-চাকা রাস্তায় নামানোর আগে ভেবে নিন। না হলে ২৫ হাজার টাকা দিতে হবে। জেনে নিন, কী বলছে নিয়ম। 


২৫ হাজার টাকা জরিমানা
ভারতের রাস্তায় চলা সব যানবাহনের জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সব চালককে এই নিয়ম মেনে গাড়ি চালাতে হয়। এই নিয়ম লঙ্ঘন করলে বড় জরিমানা দিতে হবে। অনেক সময় মানুষ নিয়ম সম্পর্কে অনেক কিছু জানে না। কিন্তু মোটরযান আইনে তৈরি অনেক নিয়ম খুবই কঠোর। এগুলি লঙ্ঘন করলে ভারী জরিমানা দিতে হবে আপনাকে। নতুন মোটর যান আইনের অধীনে স্কুটার ও বাইক চালানোর ক্ষেত্রে একই রকম নিয়ম স্থির করা হয়েছে। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে আপনাকে 25000 টাকার চালান দিতে হতে পারে।  এই নিয়ম সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে রাখা উচিত।


নাবালক গাড়ি চালানোর জন্য ২৫ হাজার টাকা জরিমানা
মোটরযান আইনে চালকদের জন্য অনেক নিয়ম তৈরি করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স থাকার নিয়ম বাইক, গাড়ি এবং সব ধরনের যানবাহনের জন্য একই। ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা করা হয়। দেশের ১৮ বছরের বেশি বয়সী সকলেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু ১৮ বছরের কম বয়সী কোনও ছেলে বা মেয়ে যদি বাইক বা স্কুটার চালাতে গিয়ে ধরা পড়ে, তাহলে এই ফাইন।


এই ক্ষেত্রে গাড়ি বাজেয়াপ্ত করা হবে
 এই ক্ষেত্রেতাদের উপর একটি ভারী জরিমানা আরোপ করা হয়। মোটর যান আইনের কিছু নিয়ম পরিবর্তন করে, অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর জন্য জরিমানা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এখন যদি কোনও নাবালক গাড়ি চালাতে ধরা পড়ে, তবে তার অভিভাবককে মোটর যানবাহন আইন 199A এর ধারায় 25000 টাকা জরিমানা করা হবে। এর পাশাপাশি, গাড়িটি বাজেয়াপ্তও করা হতে পারে।


অভিভাবককে ডেকে চালান কেটে নেওয়া হবে
সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর সময় দুর্ঘটনার অনেক রিপোর্ট পাওয়া গেছে। এ কারণে ট্রাফিক পুলিশ আরও কঠোর হয়েছে। এখন ট্রাফিক পুলিশ নাবালক গাড়ি চালালে তার অভিভাবককে ডেকে চালান কাটা হয়। শুধু তাই নয়, নাবালক দুর্ঘটনা ঘটালে তার অভিভাবককেও জেলে যেতে হতে পারে।


Donald Trump : ভারতকে ট্রাম্পের 'ট্যারিফ হুমকি', বছরে ক্ষতি হবে ৫৮ হাজার কোটি টাকা !