Online Shopping Tips: আজকাল প্রায় সকলেই অনলাইন শপিংয়ে (Online Shopping) অভ্যস্ত। আর অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেকেই আর্থিক প্রতারণার (Financial Fraud) শিকার হয়েছেন। এই সমস্যায় যাতে আপনাকে পড়তে না হয় সেই জন্য কয়েকটি সহজ টিপস (Online Shopping Tips) মাথায় রাখা প্রয়োজন। অনলাইনে কেনাকাটা করার সময় সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে এবং একটু সতর্ক থাকলে আপনি বিপদের সম্মুখীন হবেন না। 


দেখে নিন অনলাইনে কেনাকাটা করার সময় কীভাবে সতর্ক থাকবেন 



  • অনলাইনে কেনাকাটা করুন পরিচিত এবং বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেকোনও ওয়েবসাইটে ঢুকে অনলাইন শপিং না করাই ভাল।

  • অনলাইনে কেনাকাটা করার সময় ডেবিট কার্ডের পরিবর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারলে ভাল। কারণ ডেবিটের তুলনায় ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি সুরক্ষিত।

  • বেশিরভাগ ব্যাঙ্কের ক্ষেত্রেই ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডের সিকিউরিটি ফিচার বেশি উন্নত ও আধুনিক। তাই অনলাইনে শপিংয়ে অগ্রিম পেমেন্ট করু ক্রেডিট কার্ডে।

  • যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন তা ভালভাবে যাচাই করে নিন। পড়ে নিতে পারেন ইউজারদের রিভিউ। দেখে নিন অ্যাপ বা সাইটের র‍্যাঙ্ক।

  • অনলাইন শপিংয়ের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকে ইউজারকে প্রোফাইল খুলতে হবে। আপনার প্রোফাইলের নিরাপত্তা কিন্তু রয়েছে আপনারই হাতে।

  • স্ট্রং-পাসওয়ার্ড এবং টু-স্টেপ অথেনটিফিকেশনের সাহায্যে শপিং অ্যাপে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত এবং গোপন রাখুন। এর ফলে সহজে আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে না।

  • প্রচুর অফারের প্রলোভনে পা দেবেন না। অনেক সময় বিভিন্ন অনলাইন শপিংয়ের লিঙ্ক দেখা যায় যেখানে অবিশ্বাস্য রকমের ছাড় দেওয়া হচ্ছে।

  • বিশ্বাসযোগ্য নয় এমন ছাড়ের লোভে অনলাইন শপিং করলে বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। আর্থিক প্রতারণার পাশাপাশি ফাঁস হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।

  • সাধারণত অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই অগ্রিম টাকা দিতে হয়। তাই পেমেন্ট করার পর ব্যাঙ্কের স্টেটমেন্টে নজর রাখুন।

  • যদি অনলাইনে কেনাকাটায় ক্যাশ অন ডেলিভারি অপশন থাকে তাহলে সেই পরিষেবা ব্যবহার করুন। আর আগে পেমেন্ট করলে টাকা দেওয়ার পর জিনিস আসা পর্যন্ত ভালভাবে ব্যাঙ্কের স্টেটমেন্টে নজর রাখতে হবে। 


আরও পড়ুন- মোটো বাডস এবং মোটো বাডস প্লাস লঞ্চ হয়েছে ভারতে, দাম কত এই দুই ইয়ারবাডসের? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।