Punjab National Bank: ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবার তাঁদের লক্ষ লক্ষ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (PNB) বন্ধ করে দিতে চলেছে। এমনকী বেশ কিছু অ্যাকাউন্ট যেগুলি বন্ধ হওয়ার ঝুঁকি সবথেকে বেশি, সেগুলি সম্পর্কেও স্পষ্ট তথ্য দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।


কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঝুঁকি বেশি


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে দেওয়া তথ্য অনুসারে গত ৩ বছর ধরে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে, এমনকী তাতে কোনও ব্যালান্স পড়ে নেই; সেই সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিতে চলেছে পিএনবি। যে সমস্ত অ্যাকাউন্টে টাকা (Punjab National Bank) জমা নেই, ন্যূনতম ব্যালান্স রাখা হয়নি কিংবা গত তিন বছরের মধ্যে কোনও লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টগুলি এবার বন্ধ করে দিতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।


১ জুনের পর বন্ধ হবে এই অ্যাকাউন্ট


রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই কাজের জন্য কাট অফ তারিখ ঘোষণা করা হয়েছে ৩০ এপ্রিল ২০২৪। অর্থাৎ ৩০ এপ্রিলের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টে কোনও ব্যালান্স জমা পড়বে না, বা কোনও লেনদেন হবে না, সেই অ্যাকাউন্টগুলি (Punjab National Bank) বন্ধ হয়ে যাবে এপ্রিলের পরে। ১ জুন ২০২৪ থেকে এই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলেই জানিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।


লক্ষ লক্ষ গ্রাহক আছে পিএনবির


ভারতে স্টেট ব্যাঙ্কের পরেই দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Punjab National Bank) হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে প্রায় ১৮ কোটি গ্রাহক রয়েছে। সারা দেশে এই ব্যাঙ্কের ১২,২৫০টি শাখা রয়েছে। ১৩ হাজারেরও বেশি এটিএমের মাধ্যমে কোটি কোটি মানুষ এই ব্যাঙ্কের পরিষেবা গ্রহণ করেন। গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।


অ্যাকাউন্ট বাঁচাতে হলে এই কাজ করুন


আপনার যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টও কি বন্ধ হয়ে যেতে পারে ? অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচতে দেখতে হবে যে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখা আছে কিনা। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Punjab National Bank) থেকে আপনি গত ৩ বছরের মধ্যে কোনও লেনদেন করেছেন কিনা। তবে এগুলি যদি আপনি নাও করে থাকেন, তাহলেও রাস্তা আছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে এই সময়সীমা দেওয়া হয়েছে ৩১ মে ২০২৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার শাখায় গিয়ে নতুন করে ব্যাঙ্কে KYC জমা করতে পারেন যাতে আপনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যায়। অ্যাকাউন্ট চালু থাকলে আর আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না।


কেন বন্ধ করা হচ্ছে অ্যাকাউন্ট


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে ব্যাঙ্কিং পরিষেবা নিরাপদ রাখতে এবং জালিয়াতির ঘটনা বন্ধ করতে এই পদক্ষেপ করছে পিএনবি। নন অপারেটিভ এবং নন ব্যালান্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহার যাতে না হয় এই জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে এই অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।  


আরও পড়ুন: SBI Jobs: ১২ হাজার কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কোন-কোন বিভাগে নিয়োগ ?