Motorola Earbuds: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা (Motorola) সংস্থার দু'টি নতুন ইয়ারবাডস (Earbuds)। মোটো বাডস (Moto Buds) এবং মোটো বাডস প্লাস (Moto Buds Plus) - এই দুই ইয়ারবাডস লঞ্চ হয়েছে দেশে। হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশন (High Resolution Audio Certification) রয়েছে এই দুই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ডায়নামিক অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (Dynamic Active Noise Cancellation) ফিচারের সাপোর্ট রয়েছে মোটোরোলার নতুন দুই ইয়ারবাডসে। এর পাশাপাশি ট্রিপল মাইক সিস্টেম (Triple Mic Systems) রয়েছে মোটো বাডস এবং মোটো বাডস প্লাস ডিভাইসে। এই দুই ইয়ারবাডস ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস (Water Resistant Earbuds) অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না। মোটো বাডস অ্যাপের (Moto Buds App) সঙ্গে খুব সহজে ও সাবলীল ভাবে এই দুই ইয়ারবাডস সংযুক্ত হতে পারে। মোটো বাডস প্লাস ইয়ারবাডসে রয়েছে আমেরিকা অডিও সংস্থা 'বোস'- এর অডিও বা সাউন্ড সাপোর্ট। 


মোটো বাডস এবং মোটো বাডস প্লাস- এই দুই ইয়ারবাডসের দাম ভারতে কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে, ক্রেতারা কী কী অফার পাবেন 


মোটো বাডস- এই ইয়ারবাডসের দাম ৪৯৯৯ টাকা। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইয়ারবাডস কিনলে ক্রেতারা ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। তার ফলে মোটো বাডসের দাম কমে হবে ৩৯৯৯ টাকা। আপাতত এই মোটো বাডস ইয়ারবাডস কেনা যাবে কোরাল পিচ, গ্লেসিয়ার ব্লু এবং স্টারলাইট ব্লু- এই তিন রঙে। এছাড়াও একটি কিউই গ্রিন রঙেও খুব তাড়াতাড়ি মোটো বাডস ইয়ারবাডস লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। 


মোটো বাডস প্লাস ইয়ারবাডসের দাম ৯৯৯৯ টাকা। এই ইয়ারবাডস কেনার ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে মোটো বাডস প্লাস ইয়ারবাডসের দাম কমে হবে ৭৯৯৯ টাকা। এই ইয়ারবাডস কেনা যাবে বিচ স্যান্ড এবং ফরেস্ট গ্রে- এই দুই রঙে। 


মোটো বাডস এবং মোটো বাডস প্লাস- এই দুই ইয়ারবাডসই কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। 


আরও পড়ুন- ভারতে গেমিং ফোন ও ল্যাপটপ লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স, 'জিটি' সিরিজের দুই ডিভাইসে কী কী ফিচার থাকবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।