Pan Card Update: বার বার বলেও কাজ হয়নি। এবার আর তারিখ বাড়াতে চাইছে না সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করলে ভুগতে হবে আপনাকে। সম্প্রতি এই নিয়ে একটি ট্যুইট করেছে আয়কর দফতর।
ট্যুইটে বলা হয়েছে, পরবর্তী আর্থিক বছর থেকে আধারের সঙ্গে প্যান যুক্ত না করলে অকেজো হয়ে যাবে আপনার প্যান কার্ড। সেই ক্ষেত্রে এপ্রিল ১ থেকে গ্রাহকরা এই কাজ না করলে আপনার ১০ সংখ্যার আলফানিউমেরিক নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
PAN Card Holders Alert: বেশিরভাগ PAN কার্ড হোল্ডার ইতিমধ্যেই তাদের আধারের সঙ্গে PAN লিঙ্ক করেছেন। কিন্তু কিছু মানুষ এখনও একই কাজ করেনি। আয়কর (আই-টি) বিভাগ এপ্রিলের আগে দুটি লিঙ্ক করার বিষয়ে গ্রাহকদের অবহিত করেছিল। আয়কর আইন, ১৯৬১ অনুসারে সব প্যান ধারকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক। তাই অনেক দেরি হওয়ার আগে এই দুটি কার্ড লিঙ্ক করুন।
PAN নিষ্ক্রিয় হলে কী হবে?
একবার একটি PAN নিষ্ক্রিয় হয়ে গেলে, একজন ব্যক্তি I-T আইনের অধীনে সব পরিণতির জন্য দায়বদ্ধ থাকবেন। সেই ক্ষেত্রে তাঁকে অনেক সমস্য়ায় পড়তে হবে। যদি PAN নিষ্ক্রিয় হয়ে যায়, আপনি I-T রিটার্ন ফাইল করতে পারবেন না।
এমনকী আয়কর ফেরত পাওয়ার ক্ষেত্রেও আয়করদাতাদের অসুবিধার মধ্য়ে পড়তে হবে। মোদ্দা কথা, আপনি রিফান্ড পাবেন না। সেই কারণে বেশি হারে আপনার কর কাটা হবে।
Pan Card Update: জেনে নিন কীভাবে আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করবেন
১ আয়কর পোর্টালে যান "https://www.incometax.gov.in/iec/foportal/" ও 'দ্রুত লিঙ্ক' বিভাগের অধীনে 'লিঙ্ক আধার বিকল্প'-এ ক্লিক করুন।
২ এখানে আপনি PAN ও Aadhaar নম্বর লিখুন ও তারপর 'Validate'-এ ক্লিক করুন।
৩ যদি আধার ও প্যান ইতিমধ্যেই লিঙ্ক করা থাকে, তাহলে 'প্যান ইতিমধ্যেই আধারের সাথে লিঙ্ক করা হয়েছে' বার্তাটি স্ক্রিনে দেখানো হবে।
৪ যদি PAN আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে ও আপনি NSDL পোর্টালে একটি চালান প্রদান করেন, তাহলে টাকা জমার বিবরণ ইলেকট্রনিক ফাইলিংয়ে বৈধ হবে। আপনি প্যান ও আধার করার পরে একটি পপ-আপ বিজ্ঞপ্তি পাবেন, যেখানে দেখানো হবে "আপনার অর্থ জমার বিবরণ যাচাই করা হয়েছে"।
৫ এই বিষয়ে বিশদ বিবরণগুলি পূর্ণ হয়ে গেলে, লিঙ্ক আধার বিকল্পে ক্লিক করুন ও তারপরে আপনার মোবাইল ফোন নম্বরে প্রাপ্ত ছয়-সংখ্যার ওটিপি লিখুন।
৬ একটি আধার-প্যান লিঙ্কের জন্য অনুরোধ জমা দেওয়ার পরে আপনি স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন।
৭ মনে রাখবেন যে PAN ধারকদের লিঙ্কেজ অনুরোধ জমা দেওয়ার আগে চার-পাঁচ কাজের দিন অপেক্ষা করতে হবে ।
আরও পড়ুন : Auto Expo 2023: মারুতি জিমনি থেকে টাটা হ্যারিয়ার ইভি - রইল অটো এক্সপোর পাঁচ আলোচিত গাড়ি