DNPA News Update: নাগরিক জীবনের উন্নয়নে প্রযুক্তির প্রভাব ঠিক কতটা কাজে লেগেছে ? দেশবাসীর জীবনযাত্রার সুবিধার্থে ভাল কাজ করেছে কোন অ্যাপগুলি ? ডিজিটাল প্লাটফর্মের এই অ্যাপগুলিকে স্বীকৃতি দিতে বিজয়ীদের নাম ঘোষণা করল' ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন'। দেখে নিন, কোন অ্যাপগুলি রয়েছে 'কৃতীদের' তালিকায়।

  


Digital Impact Awards : কারা দেয় এই পুরস্কার ?
ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (DNPA) আজ e4m-DNPA ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এই বিজয়ীদের ২০ জানুয়ারি নয়াদিল্লিতে e4m DNPa ডিজিটাল কনক্লেভ ও ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস দেওয়া হবে।  মূলত,ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনগুলিকে স্বীকৃতি দেয় e4m-DNPA ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস। যে অ্যাপগুলি নাগরিক জীবনের উন্নতির পাশাপাশি দেশ নির্মাণের কাজ করেছে, তাদেরই দেওয়া হয়েছে e4m-DNPA ডিজিটাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২৩। এই পুরষ্কারের মাধ্যমে ভারতের অত্যাধুনিক ডিজিটাল উদ্যোগগুলিকে সম্মানিত করা হয়। যা বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের চাহিদা অনুযায়ী পরিষেবা দিয়ে থাকে। 


DNPA News Update: DNPA হল ভারতে মিডিয়া ব্যবসার ডিজিটাল শাখার জন্য একটি ছাতা সংগঠন। সাম্প্রতিক বছরগুলিতে সব সংবাদ প্রকাশকদের জন্য সমতা ও ন্যায্য অধিকারের স্বার্থে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে এই প্লাটফর্ম। সমিতিটি দৈনিক জাগরণ, দৈনিক ভাস্কর, ইন্ডিয়ান এক্সপ্রেস, মালায়ালা মনোরমা, ইটিভি, ইন্ডিয়া টুডে গ্রুপ, টাইমস গ্রুপ, অমর উজালা, হিন্দুস্তান টাইমস, জি মিডিয়া, এবিপি নেটওয়ার্ক, লোকমত, এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস,হিন্দু, নেটওয়ার্ক 18, মাতৃভূমি সহ ১৭ টি মিডিয়া প্রকাশকের প্রতিনিধিত্ব করে। 


Digital Impact Awards : মোট ৮টি বিভাগে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে


১ মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষার জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার – দীক্ষা
(DIKSHA হল জ্ঞান বিতরণের জন্য একটি ডিজিটাল পরিকাঠামো)


২ স্বাস্থ্যের জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার - CoWIN অ্যাপ
(Co-WIN অ্যাপ্লিকেশন হল ভারতে টিকাদান ড্রাইভের জন্য ডিজিটাল ব্যাকবোন)।


৩ আর্থিক সংস্কারের জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার - প্রধানমন্ত্রী জন ধন যোজনা
(প্রধানমন্ত্রী জন ধন যোজনা একটি বৈপ্লবিক আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি)


৪ স্থায়িত্ব ও পরিবেশের সুরক্ষার জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার - CAMPA- (ই-গ্রিন ওয়াচ পোর্টাল)


৫ ব্যবসাকে আরও সহজ করতে ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার  – ই-গভর্নেন্স পোর্টাল। এটি ভারতের জাতীয় পোর্টাল যা সরকারের কাছ থেকে ইলেকট্রনিকভাবে সরবরাহ করা তথ্য ও পরিষেবাগুলিতে এক জানালা পদ্ধতি প্রদান করে।


৬ শাসন ও প্রশাসনিক সংস্কারের জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার –
A) GST পোর্টাল- পণ্য ও পরিষেবা কর
বি) শাসন ও প্রশাসনিক সংস্কারের জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার – ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড


৭ নারী ও শিশু কল্যাণ সংস্কারের জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার -
A)। পোষণ ট্র্যাকার অ্যাপ
B)। হিম্মত প্লাস অ্য়াপ


৮ জীবনযাত্রার সুবিধার জন্য ডিজিটাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার - ডিজিলকার


ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের নেতৃত্বে একটি বিশিষ্ট বিচারমণ্ডলী এই পুরস্কারপ্রাপ্তদের নির্বাচিত করেছে। জুরি সদস্যদের মধ্যে ছিলেন এস রবি, প্রাক্তন চেয়ারম্যান, বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ম্যানেজিং পার্টনার, রবি রাজন অ্যান্ড কোম্পানি, চেয়ারম্যান, টিএফসিআই, অরুণা শর্মা, প্রাক্তন সচিব, আইটি ও ইলেকট্রনিক মন্ত্রক, ভারত সরকার, ডঃ আনুরাগ বাত্রা, চেয়ারম্যান ও প্রধান সম্পাদক, BW & exchange4media, সঞ্জয় দ্বিবেদী, মহাপরিচালক, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (IIMC), আশিস ভাসিন, সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, RD & X নেটওয়ার্ক, ডক্টর জগদীশ মিত্র, চিফ স্ট্র্যাটেজি অফিসার এবং প্রধান বৃদ্ধি, টেক মহিন্দ্রা।


আরও পড়ুন : Maruti Cars Price Hiked:আজ থেকে আরও দামি মারুতির গাড়ি,কত দাম বাড়াল সংস্থা!